📍 ঢাকা | 📅 রবিবার, ৫ অক্টোবর ২০২৫

অতিরিক্ত মানুষের খাবারের চাহিদা মেটাতে প্রয়োজন অধিক উৎপাদন

নাহিদ বিন রফিক (বরিশাল): বিএআরআই উদ্ভাবিত উদ্যানতাত্ত্বিক ফসলের জাত ও উৎপাদন প্রযুক্তি শীর্ষক দিনব্যাপি এক আঞ্চলিক কর্মশালা বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) রহমতপুরস্থ আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে (আরএআরএস) অনুষ্ঠিত হয়। উদ্যানতাত্ত্বিক ফসলের গবেষণা জোরদারকরণ এবং চর এলাকায় উদ্যান ও মাঠ ফসলের প্রযুক্তি বিস্তার প্রকল্পের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মদন গোপাল সাহা। তিনি বলেন, প্রয়োজনের তাগিদে দিন দিন আবাদি জমি কমছে। যোগ হচ্ছে নতুন মুখ। তাই অতিরিক্ত মানুষের খাবারের চাহিদা মেটাতে প্রয়োজন অধিক উৎপাদন। যদিও আমরা দানাশস্যে স্বয়ংসম্পূর্ণ। এখন দরকার খাদ্য ও পুষ্টির নিরাপত্তা অর্জন। দেশে এখন কৃষি উন্নয়নের জোয়ার বইছে। এর ধারাবাহিকতা বজায় থাকলে আমরাও উন্নত রাষ্ট্রে পরিণত হবো। দেশ হবে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সোনার বাঙলা।

আরএআরএস’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর; বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক (ডিএই) মো. আরশেদ আলী এবং ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক পার্থ প্রতীম সাহা। বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আবু তাহের মাসুদ, ডিএই; শরীয়তপুরের উপপরিচালক মো. রিফাতুল হোসাইন, বারির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার প্রমুখ। কর্মশালায় উদ্যানতাত্ত্বিক বিভিন্ন ফসলের জাত ও উৎপাদন প্রযুক্তি সম্পর্কে পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে কৃষি সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ১০০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

Comments are closed.

আরো পড়ুন