Sunday 26th of May 2024
Home / অর্থ-শিল্প-বাণিজ্য / যুগের পরিবর্তনের সাথে কৃষিতে এসেছে আধুনিক ছোঁয়া

যুগের পরিবর্তনের সাথে কৃষিতে এসেছে আধুনিক ছোঁয়া

Published at জানুয়ারি ৫, ২০১৯

নাহিদ বিন রফিক (বরিশাল): বাংলাদেশ কৃষিতে ডিজিটালাইস্ট। বিশ্বনন্দিত আইসিটি বিশেষজ্ঞ সজিব ওয়াজেদ জয় ২০০৯ সালে যখন দেশকে ডিজিটাল করার প্রত্যয় ব্যক্ত করেন, তখন কেউ কেউ ঠাট্টা-বিদ্রুপ করতো। সেই নিন্দুকদের পরাজিত করে তিনি প্রমাণ করেছেন ইচ্ছে থাকলে অনেক কিছুই সম্ভব। এর সুফল আমরা এখন ঘরে ঘরে পাচ্ছি। আগে চাষাবাদে সনাতন পদ্ধতি ব্যবহার হতো। যুগের পরিবর্তনের সাথে কৃষিতে এসেছে আধুনিক ছোঁয়া। অ্যান্ড্রয়েড মোবাইল সেটের পাশাপাশি কৃষক আজকাল ল্যাপটপ ব্যবহার করছেন। আপনরাই এর উদাহরণ। শনিবার (৫ জানুয়ারি) বরিশাল নগরীর সাগরদিস্থ কৃষি তথ্য সার্ভিসের আইসিটিল্যাবে দু’দিনের এক কৃষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হরিদাস শিকারী এসব কথা বলেন।

কৃষি তথ্য সার্ভিস আধুনিকায়ন ও ডিজিটাল কৃষি তথ্য ও যোগাযোগ শক্তিশালীকরণ প্রকল্প আয়োজিত কৃষি তথ্য বিস্তারে ই.কৃষি বিষয়ক এ প্রশিক্ষণে সভাপতিত্ব করেন, প্রকল্প পরিচালক ড. মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন। কৃষি তথ্য সার্ভিসের টেকনিক্যাল পার্টিসিপেন্ট নাহিদ বিন রফিকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নেছারাবাদের উপজেলা কৃষি অফিসার মো. রিফাত সিকদার, বরিশাল সদরের সহকারি প্রোগ্রামার চৌধুরী মোহাম্মাদ শওকত হোসাইন, উজিরপুরের এআইসিসি সদস্য মো. ফজলুল হক প্রমুখ।

অনুষ্ঠানে ৩০ জন কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করেন।

This post has already been read 2007 times!