Thursday 2nd of May 2024
Home / অর্থ-শিল্প-বাণিজ্য / দেশ এগিয়ে যাচ্ছে, কৃষকরাও চলছে সমানতালে

দেশ এগিয়ে যাচ্ছে, কৃষকরাও চলছে সমানতালে

Published at ডিসেম্বর ৩, ২০১৮

নাহিদ বিন রফিক (বরিশাল): দেশ এগিয়ে যাচ্ছে। কৃষকরাও চলছে সমানতালে। জমি কর্ষণে আজকাল হালের গরুর ব্যবহার নেই বললেই চলে। ডিজিটাল যুগে ডিজিটাল কাজ। উন্নত বীজ, সুষম সার এবং নিবিড় পরিচর্যার পাশাপাশি কৃষিতে যোগ হয়েছে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার। রাইস ট্রান্সপ্লান্টার থেকে শুরু করে কম্বাইন হারভেস্টার পর্যন্ত এসব অত্যাধুনিক যন্ত্র এখন চাষির দোরগোড়ায়। এবার এলো রিপার বাইন্ডার। যান্ত্রিকীকরণের আরেক ছোঁয়া। ধান কাটা, সেই সাথে আঁটি বাধা। এতে সময় ও শ্রম কম লাগে। অর্থের হয় সাশ্রয়। সোমবার (৩ ডিসেম্বর) ঝালকাঠি সদরের চর ভাটারাকান্দায় রিপার বাইন্ডারের সাহায্যে ধান কর্তনের ওপর কৃষক মাঠদিবসে প্রধান অতিথির বক্তৃতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপ-পরিচালক মো. ফজলুল হক এসব কথা বলেন।

আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্রের (সিমিট) সিসা-এমআই প্রকল্প আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউপি সদস্য নূর হোসেন। সিমিট বাংলাদেশের হাব ম্যানেজার হীরা লাল নাথের সষ্ণালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মো. খায়রুল ইসলাম মল্লিক, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক, সিমিটের কৃষি উন্নয়ন কর্মকর্তা মো. আমিরুল ইসলাম, উপসহকারি কৃষি কর্মকর্তা মো. ফিরোজ আহমেদ খান, চাষি মোস্তফা সর্দার প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্যসহ শতাধিক কৃষাণ-কৃষাণী উপস্থিত ছিলেন।

This post has already been read 2468 times!