Monday 6th of May 2024
Home / অন্যান্য / সোনার বাঙলা সোনা দিয়ে মোড়া নয়-কৃষি সচিব

সোনার বাঙলা সোনা দিয়ে মোড়া নয়-কৃষি সচিব

Published at সেপ্টেম্বর ২৭, ২০১৮

নাহিদ বিন রফিক (বরিশাল): ঝালকাঠির উন্নয়ন মেলার প্রস্তুতিমূলক সভা বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত কৃষি সচিব মো. নাসিরুজ্জামান।

জেলা প্রশাসক হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান সর্দার শাহ-আলম, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, সোনার বাঙলা সোনা দিয়ে মোড়া নয়। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো বাংলাদেশ এমন একটি দেশ হবে; যেখানে থাকবে ক্ষুধামুক্ত, সুখীসমৃদ্ধ। আর আমাদের প্রধানমন্ত্রীর রূপকল্প হচ্ছে ২০২১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়া। ২০১০ সালে আমরা এনডিজি অর্জন করেছি। এখন প্রয়োজন এসডিজি বাস্তবায়ন। সে সফলতাও দ্বারপ্রান্তে। যে কারণে শেখ হাসিনাকে বলা হয় উন্নয়নের গোল্ড মডেল। উন্নয়নের চিত্র উপস্থাপন করে মেলায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

This post has already been read 1895 times!