Saturday , August 23 2025

বাংলাদেশ কৃষির কিংবদন্তী ড. কাজী এম বদরুদ্দোজা অসুস্থ

ডেস্ক রিপোর্ট:  বাংলাদেশ কৃষির জীবন্ত কিংবদন্তী বিজ্ঞানী . কাজী এম বদরুদ্দোজা অসুস্থ। গত এক সপ্তাহ ধরে কাশি আর জ্বরে ভুগছিলেন তিনি। বেশি অসুস্থ হয়ে যাওয়াতে গতকাল (সোমবার)তাঁকে রাজধানীর উত্তরাস্থ ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করানো হয়েছে।তিনি হাসপাতালের ৩০৭ নং কেবিনে আছেন। ডাক্তার জানিয়েছেন তিনি নিউমোনিয়া  রোগে আক্রান্ত। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, ড. কাজী এম বদরুদ্দোজা বাংলাদেশের একজন প্রখ্যাত কৃষি সংগঠক, কৃষি বিজ্ঞানী ও ন্যাশনাল এমিরেটাস সাইন্টিস্ট। দেশের মানুষের কাছে ‘কাজী পেয়ারা’ হিসেবে পরিচিত জাতটি তাঁরই উদ্ভাবিতক এবং তাঁর নামেই নামকরণ করা হয়েছে। কৃষি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিনি ২০১২ সালে স্বাধীনতা দিবস পুরষ্কার লাভ করেন। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বারি) তাঁর মাধ্যমেই তৈরি।বাংলাদেশের কৃষি ব্যবস্থার জনক হিসেবে অনেকে তাঁকে অভিহিত করেন।

This post has already been read 5497 times!

Check Also

সার্ক কৃষি কেন্দ্রের পরামর্শ সভায় কৃষি রূপান্তরে নতুন দিশা

নিজস্ব প্রতিবেদক: সার্ক কৃষি কেন্দ্র আয়োজিত তিন দিনব্যাপী একটি ভার্চুয়াল পরামর্শ সভায় দক্ষিণ এশিয়ার কৃষি …