Thursday 2nd of May 2024
Home / অন্যান্য / সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকারকালে ৫ জেলে আটক

সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকারকালে ৫ জেলে আটক

Published at মে ৩০, ২০১৮

ফকির শহিদুল ইসলাম (খুলনা): পূর্ব সুন্দরবনের কটকায় অবৈধভাবে মাছ ধরার সময় ৫ জেলেকে আটক করেছেন স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা। মঙ্গলবার (২৯ মে) সকালে সুন্দরনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য এলাকার বন্দে আলী নামক খাল থেকে তাদেরকে আটক করা হয়। আটকৃত জেলেরা হলো শহিদুল ইসলাম (৩৫), আ. হালিম (২০), মো. সাইফুল (২২), মো. সোবাহান (২৬) ও মো. বাদল হোসেন (২৫)। এদের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায়।

এদের নিকট থেকে উদ্ধার করা হয়েছে ৫টি নিষিদ্ধ বেহুন্দি জাল, একটি নৌকাসহ বিভিন্ন মালামাল। সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মোহাম্মদ হোসেন জানান, স্মার্ট পেট্রোলিং টিম লিডার মো. আ. হান্নানের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই ৫ জেলেকে আটক করা হয়। আটক জেলেরা সুন্দরবন বিভাগ থেকে কোনো প্রকার পাসপারমিট (অনুমতি) না নিয়ে গোপনে অভয়ারণ্যে ঢুকে মাছ শিকার করছিলো। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা হয়েছে।

This post has already been read 2190 times!