Sunday 28th of April 2024
Home / অন্যান্য / অনলাইনে পরীক্ষার ফলাফল দেখতে পাবেন বাকৃবি শিক্ষার্থীরা

অনলাইনে পরীক্ষার ফলাফল দেখতে পাবেন বাকৃবি শিক্ষার্থীরা

Published at আগস্ট ১০, ২০১৭

bau01

বৃহস্পতিবার (১০ আগস্ট) অনলাইনে পরীক্ষার ফলাফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলী আকবর।

বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার (১০ আগস্ট) ভাইস-চ্যান্সেলরের সচিবালয়ে অনলাইনে পরীক্ষার ফলাফল প্রকাশ কার্যক্রমের উদ্বাধন করা হয়। কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের লেভেল-১ সিমেস্টার-১ পরীক্ষার ফলাফল প্রকাশের মাধ্যমে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলী আকবর।

বিশ্ববিদ্যালয়ে প্রথম স্নাতক পর্যায়ের পরীক্ষাসমূহের ফলাফল এখন থেকে অনলাইনে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা তাদের আইডি নম্বর ও পাসওয়ার্ড দিয়ে নিজ নিজ অবস্থান থেকে দেখতে পারবে। সকাল ৯টায় ভাইস-চ্যান্সেলরের সচিবালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. জসিমউদ্দীন খান, ডীন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. সুভাষ চন্দ্র চক্রবর্তী, সকল অনুষদীয় ডীন, ছাত্র বিষয়ক উপদেষ্টা, প্রোক্টর, আইসিটি সেলের পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিচালক জনসংযোগ ও প্রকাশনা এবং আমন্ত্রিত অতিথিবর্গ।

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলী আকবর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়নে আমরা আজ এক ধাপ এগিয়ে গেলাম। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য প্রশাসনিক কার্যক্রম ও পর্যায়ক্রমে ডিজিটালাইজড করা হবে।

This post has already been read 4798 times!