Wednesday , July 9 2025

ফ্রেব্রুয়ারি থেকে সুলভ মূল্যে চাল বিক্রি করবে সরকার

নিজস্ব প্রতিবেদক: আসন্ন রমজান উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে নিম্ন আয়ের মানুষের সুলভ মূল্যে চাল প্রাপ্তি নিশ্চিতকরণের লক্ষ্যে ফ্রেব্রুয়ারি ২০২৫ থেকে ৬১ টি জেলার ৪০১টি উপজেলায় প্রতিদিন ০৩ (তিন) মেট্রিক টন করে এবং ০৩ টি পার্বত্য জেলার ২৩ টি উপজেলায় ০১ (এক) মেট্রিক টন করে মোট ৪২৪ টি উপজেলায় মোট ৮৪৮ টি কেন্দ্রে  ওএমএস এর মাধ্যমে চাল বিক্রি করা হবে।

এছাড়াও, ওএমএস (সাধারণ) কর্মসূচির আওতায় ঢাকা মহানগর, জেলা সদর পৌরসভা, ৮টি সিটি কর্পোরেশন ও শ্রমঘন ৪টি (ঢাকা, না:গঞ্জ, নরসিংদী ও গাজীপুর)  জেলার ৯০৬ টি কেন্দ্রে দৈনিক ১ টন করে ৯০৭ মে.টন (সচিবালয় কেন্দ্রে দৈনিক ২  মে.টন) করে চাল বিক্রয় করা হবে।

জনপ্রতি ০৫(পাঁচ) কেজি চাল প্রতি কেজি ৩০ (ত্রিশ) টাকা দরে বিক্রি করা হবে।

This post has already been read 4852 times!

Check Also

অচিরেই কৃষি জমি সুরক্ষা আইন প্রণয়ন করা হবে -কৃষি উপদেষ্টা

নারায়ণগঞ্জ সংবাদদাতা: কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের …