শনিবার , জুলাই ২৭ ২০২৪

বরিশালের বাবুগঞ্জে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালের বাবুগঞ্জে তিনদিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৭ মে) সকাল ১১ টায় উপজেলা কৃষি আফিসের চত্বরে প্রধান অতিথি হিসেবে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাকিলা রহমান। উপজেলা কৃষি আফিসের উদ্যোগে এ উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মো. মামুনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. ইকবাল আহমেদ,  উপজেলা আওয়ামী লীগের উপজেলা সভাপতি এসএম খালেদ হোসেন স্বপন এবং জাতীয় পার্টির উপজেলা সাধারণ সম্পাদক ওমর ফারুক বাবুল আকন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাধবপাশা ইউনিয়নে চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান।

বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝাালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে অনুষ্ঠিত এই মেলায় ১২ স্টল স্থান পায়। মেলায় প্রদর্শিত কৃষিপণ্য দেখে আগত দর্শনার্থীদের মাঝে যথেষ্ট উৎসাহ-উদ্দিপনার সৃষ্টি হয়। প্রতিদিন সকাল ৯টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সকলের জন্য মেলা উন্মুক্ত থাকবে। আর মেলা শেষ হবে বৃহস্পতিবার (০৯ মে)।

This post has already been read 729 times!

Check Also

গোদাগাড়ীতে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

মো. এমদাদুল হক (রাজশাহী) : রাজশাহীর গোদাগাড়ীতে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন …