Saturday 27th of April 2024
Home / অন্যান্য / জিআইএফএস প্রতিনিধি দলের বারি পরিদর্শন

জিআইএফএস প্রতিনিধি দলের বারি পরিদর্শন

Published at অক্টোবর ৩০, ২০২৩

গাজীপুর সংবাদদাতা: গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি (জিআইএফএস), কানাডা প্রতিনিধি দল আজ রবিবার (৩০ অক্টোবর) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেন।

জিআইএফএস প্রতিনিধি দলটি বারি সদর দপ্তরের সামনে এসে পৌঁছালে তাদের স্বাগত জানান ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ। পরে বারি মহাপরিচালকের সভাকক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত মত বিনিমিয় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিআইএফএস এর বঙ্গবন্ধু রিসার্চ চেয়ার ইন ফুড সিকিউরিটি ড. এন্ড্রু সার্প; ড. শ্রীকনাথ আটালুরি, রিপ্রেসেন্টেটিভ জিআইএফএস, বাংলাদেশ; ড. আশুতষ সরকার, বঙ্গবন্ধু রিসার্চ চেয়ার, বিএআরসি।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (ডাল গবেষণা উপ-কেন্দ্র, গাজীপুর) ড. এ কে এম মাহাবুবুল আলম; ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ) ড. মো. মাঈনুল ইসলাম; ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (জীব প্রযুক্তি বিভাগ) ড. মো. নুরুল আমীন; মো. হাসান হাফিজুর রহমান, সম্পাদক, বারি এবং পংকজ সিকদার, ফটোগ্রাফি অফিসার, বারি । অতিথিবৃন্দ ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করেন।

This post has already been read 439 times!