Wednesday 29th of March 2023
Home / অর্থ-শিল্প-বাণিজ্য / খুলনায় ভ্যালু এডেড ফিশ প্রোডাক্টসের প্রতিষ্ঠান পরিদর্শনে প্রকল্পের টিম লিডার

খুলনায় ভ্যালু এডেড ফিশ প্রোডাক্টসের প্রতিষ্ঠান পরিদর্শনে প্রকল্পের টিম লিডার

Published at অক্টোবর ১৫, ২০২২

ফকির শহিদুল ইসলাম (খুলনা) :  খুলনার ডুমুরিয়া উপজেলায় এনএটিপি-২ প্রকল্পের আওতায় বাস্তবায়িত ভ্যালু এডেড ফিশ প্রোডাক্টস প্রস্তুতকারক প্রতিষ্ঠান “ফিশ স্কয়ার” পরিদর্শন করেন টাস্ক টিম লিডার সামিনা ইয়াসমিন,  ফিশারিজ এক্সপার্ট (বিশ্বব্যাংক) ড. মার্টিন কুমার, খুলনা বিভাগীয় মৎস্য অধিদপ্তরর  উপপরিচালক মো. তোফাজউদ্দিন আহমদ, মৎস্য অধিদপ্তরের এনএটিপি-২ প্রকল্পের পরিচালক এস.এম.মনিরুজ্জামান,   খুলনা জেলা মৎস্য অফিসার জয়দেব পাল, এনএটিপি-২ প্রকল্পের সিনিয়র সহকারী পরিচালক মো. মহসীন, খুলনা জেলা মৎস্য অফিসারের কার্যালয়ের  সহকারী পরিচালক মো. মাহবুবুর রহমান,  যশোর ও ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার, বেনাপোল, যশোর; এনএটিপি-২ প্রকল্পের সহকারী পরিচালক ড. রাজু আহমেদ, এনএটিপি-২ প্রকল্পের সহকারী পরিচালক  মো. ইব্রাহিম হামিদ শাহিন, ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিকসহ মৎস্য দপ্তরের বিভিন্ন স্থরের কর্মকর্তা ও ভ্যালু এডেড ফিশ প্রোডাক্টস এর সাথে জরিত ব্যাবসায়ী এবং মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।

This post has already been read 881 times!