Thursday , July 3 2025

ইয়ামাহা R15 ভার্সন ৪.০ ও FZ-X এর প্রি-বুকিং শুরু

প্রতি বছর ইয়ামাহা গ্রাহকদের জন্য নিয়ে আসে নতুন ধরনের সব বাইক মডেল। এবারও তার ব্যতিক্রম হয়নি। গত ১৬ এপ্রিল ২০২২ রাজধানী ঢাকার, তেজগাঁও এর এসিআই সেন্টারে ইয়ামাহার বহুল প্রতিক্ষিত R15 ভার্সন ৪.০ ও FZ-X মডেল দুটির প্রি-বুকিং উদ্বোধন করা হয়। গ্রাহকরা সারাদেশে ইয়ামাহার অনুমোদিত সব শো-রুমে R15 ভার্সন ৪.০ ও FZ-X প্রি- বুকিং এর মাধ্যমে ক্রয় করতে পারবেন। প্রি-বুকিং এ রয়েছে এক্সক্লুসিভ গিফট পাওয়ার সুযোগ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই মটরস্ এর নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস ও এসিআই মটরস্ এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, এসিআই মটরস্ বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। স্বনামধন্য কোম্পানি এসিআই লিমিটেডের একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মটরস্ যাত্রা শুরু করে। বর্তমানে সারাদেশে ইয়ামাহার ৯০ টিরও বেশি ৩এস (সেলস্, সার্ভিস, স্পেয়ার পার্টস্) ডিলার পয়েন্ট রয়েছে।

This post has already been read 4558 times!

Check Also

জাপানি SMBC-এর ১৮৬ বিলিয়ন ডলারের জীবাশ্ম জ্বালানি বিনিয়োগে বাংলাদেশের অর্থনৈতিক ঝুঁকি

চট্টগ্রাম সংবাদদাতা: বুধবার (২৮ মে) জাপানের মেগাব্যাংক সুমিতোমো মিতসুই ব্যাংকিং কর্পোরেশন (এসএমবিসি) কর্তৃক জীবাশ্ম জ্বালানি …