Wednesday , July 16 2025

ধান-চাল সংগ্রহে সারাদেশে চালু করা হবে ডিজিটাল অ্যাপস -খাদ্যমন্ত্রী

নওগাঁ সংবাদদাতা: সরকারিভাবে খাদ্যশস্য সংগ্রহে আগামীতে সারাদেশে ডিজিটাল অ্যাপসের ব্যবহার চালু করা হবে বলে জানিয়েছেন মাননীয় খাদ্যমন্ত্রী জনাব সাধন চন্দ্র মজুমদার, এমপি। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় নওগাঁয় আমন ধান সংগ্রহের উদ্বোধনে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এবার আমন মৌসুমে পরীক্ষামুলকভাবে পাইলট প্রকল্পের আওতায় ১৬টি উপজেলায় ডিজিটাল অ্যাপের ব্যবহার শুরু করা হয়। এই অ্যাপ এর নাম “কৃষকের অ্যাপ”। একজন কৃষক  সরকারের কাছে ধান বিক্রির জন্য এই অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবে এবং এই অ্যাপের মাধ্যমেই সে তার সমস্ত তথ্য জানতে পারবে। একজন কৃষক নির্বাচিত হয়েছেন কিনা, সে কি পরিমান ধান দিতে পারবে এসমস্ত সকল তথ্যই এই অ্যাপের মাধ্যমে একজন কৃষক ঘরে বসেই জানতে পারবে। এই পাইলট স্কীম সফল হওয়ায় এটি সারাদেশে ছড়িয়ে দেয়ার চিন্তা করা হচ্ছে।

খাদ্যমন্ত্রী আরো বলেন, আগামী বোরো মৌসুমী সরকারিভাবে ধান চাল কেনার পরিমাণ আরো বাড়ানো হবে। এজন্য আগে থেকেই প্রস্তুতি নেয়া হচ্ছে।

অনুষ্ঠানে নওগাঁর জেলা প্রশাসক হারুন অর-রশীদ, ভারপ্রাপ্ত পুলিশ সুপার রাশিদুল হক, জেলা খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক হোসেন পাটোয়ারীসহ খাদ্য বিভাগের কর্মকর্তা ও চালকল মালিক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পরে নওগাঁ  এটিএম মাঠে অনুষ্ঠিত সুস্বাস্থ্যের জন্য শরীর চর্চা এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার শুভউদ্বোধন করেন মাননীয় খাদ্যমন্ত্রী। প্রাক্তন ছাত্রী ফোরাম ও উম্মে কুলসুম মেমোরিয়াল এর আয়োজন করে।

১৩  কিলোমিটার দূরত্বের এ ম্যারাথনে জেলা এবং জেলার বাইরের কয়েক হাজার প্রতিযোগী অংশগ্রহণ করে।

This post has already been read 5036 times!

Check Also

ওএমএস ও টিসিবি’র নতুন ডিলার নিয়োগে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের দাবি

চট্টগ্রাম সংবাদদাতা: খাদ্য বিভাগের খোলা বাজারে খাদ্যশস্য বিক্রির (ওএমএস) ও ট্রেডিং করপোরেশনে অব বাংলাদেশ (টিসিবি) …