Sunday , July 13 2025

ডিএই ঝালকাঠি জেলার বিভাগীয় মাসিক সভা অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): ডিএই ঝালকাঠি জেলার বিভাগীয় মাসিক সভা মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) খামারবাড়িতে অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক মো. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ অফিসার মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক, সদরের উপজেলা কৃষি অফিসার মো. রিফাত সিকদার, রাজাপুরের উপজেলা কৃষি অফিসার মো. রিয়াজউল্লা বাহাদুর, নলছিটির উপজেলা কৃষি অফিসার ইসরাত জাহান মিলি, কাঠালিয়ার উপজেলা কৃষি অফিসার মো.শহিদুল ইসলাম, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সিনিয়র সহকারি পরিচালক শারমিন জাহান, কৃষি প্রকৌশলী রবিউল ইসলাম, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক প্রমুখ।

সভাপতির বক্তৃতায় উপপরিচালক বলেন, চলতি আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা যেন অবশ্যই শতভাগ অর্জিত হয়। আশানুরূপ ফলন নিশ্চিতকরণে মাঠের ফলোআপ আরো বাড়ানো চাই। পাশাপাশি ফলসহ অন্যান্য ফসলের প্রতিও  দিতে হবে বিশেষ নজর।  এসব বিষয়ে কৃষকদের পরামর্শ এবং সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি আহ্বান জানান।

অনুষ্ঠানে ডিএই, কৃষি তথ্য সার্ভিস এবং বিএডিসির বিভিন্ন পর্যায়ের  ১৬ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

This post has already been read 4645 times!

Check Also

মাদকবিরোধী দিবসে পুরস্কার পেলেন ঢাকা আহ্ছানিয়া মিশন

নিজস্ব সংবাদদাতা: মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে উৎসববন্ধনে অংশগ্রহণ করে ২য় …