Sunday , July 13 2025

সপ্তাহব্যাপী কেন্দ্রীয় মৎস্য মেলার ৪টি স্টল পুরস্কৃত

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহব্যাপী কেন্দ্রীয় মৎস্য মেলার ৪টি স্টলকে পুরস্কৃত করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ এর সমাপনী ও মূল্যায়ন অনুষ্ঠানে মৎস্য প্রতিমন্ত্রী সপ্তাহব্যাপী কেন্দ্রীয় মৎস্য মেলার সেরা স্টল-মালিকদের মাঝে পুরস্কার প্রদান করেন।

মাছের খাদ্য তৈরির প্রযুক্তি প্রদর্শনের জন্য ইয়ন এনিমেল হেলথ প্রোডাক্টস লি., মৎস্য প্রযুক্তি ও মৎস্যখাদ্য তৈরির প্রযুক্তি প্রদর্শনের জন্য এসিআই এনিমেল হেলথ, মৎস্য প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি প্রদর্শনের জন্য ভির্গো ফিস অ্যান্ড এগ্রো প্রসেস লি., এবং মৎস্যপণ্যের প্রদর্শনের জন্য ‘এবেস্তা’কে মেলার স্টলের পুরস্কার দেয়া হয়।

This post has already been read 3919 times!

Check Also

পাবনায় দুটি ভেজাল বালাইনাশক কোম্পানিতে দুই লক্ষ টাকা জরিমানা

পাবনা প্রতিনিধি : পাবনার বিসিক শিল্পনগরীতে যৌথ অভিযান চালিয়ে নকল সার ও বালাইনাশক উৎপাদনের অভিযোগে …