Tuesday 21st of March 2023
Home / অর্থ-শিল্প-বাণিজ্য / কোরবানির গরু ‘বিগ বস্’ এখন আবদুল মালেক এগ্রোতে

কোরবানির গরু ‘বিগ বস্’ এখন আবদুল মালেক এগ্রোতে

Published at জুলাই ২৩, ২০১৯

নিজস্ব প্রতিবেদক: আসছে কোরবানি উপলক্ষে ঢাকার ‘আবদুল মালেক এগ্রো’ তৈরি করেছে বিশাল সাইজের একট্ গরু। তাদের ফার্মে বিভিন্ন জাতের, রঙের ও সাইজের আরো অনেক গরু থাকলেও এই গরুটিই নাকি সবচেয়ে বড় বলে জানিয়েছেন ‘আবদুল মালেক এগ্রো’র কর্ণধার সম্রাট মির্জা।

দেহ কালো এবং পায়ের দিকটা রঙের গরুটির আদর করে নাম রাখা হয়েছে “বিগ বস”। দেখতে বিগ বসের মতোই গরুটির ওজন ১২০০ কেজি। তিন বছর বয়সী ফ্রিজিয়ান জাতের গরুটির দাঁতের সংখ্যা ৬। খাবার হিসেবে খাওয়ানো হয় কাঁচা ঘাস, সাইলেজ, ভুট্টা, কুড়া, ভূসি ও খড়।

বিগ বসকে ১২ লাখ টাকায় বিক্রি করতে পারবেন বলে আশা করছেন সম্রাট মির্জা।

ঠিকানা: আবদুল মালেক এগ্রো, ‍পূর্ব নন্দীপাড়া, খিলগাঁও, ঢাকা।

মোবাইল: ০১৬১৩৪৩৭৬৭৭, ০১৮৩৯৩০০৩৯৬

This post has already been read 1853 times!