Thursday 30th of March 2023
Home / পরিবেশ ও জলবায়ু / বাকৃবি’তে বিশ্ব পরিবেশ দিবস-২০১৯ পালিত

বাকৃবি’তে বিশ্ব পরিবেশ দিবস-২০১৯ পালিত

Published at জুন ২৪, ২০১৯

মো. আরিফুল ইসলাম (বাকৃবি): বিশ্ব পরিবেশ দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পরিবেশ বিজ্ঞান বিভাগের উদ্যোগে বৃক্ষরোপন ও বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে বৃক্ষরোপন ও বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ভিসি প্রফেসর ড. লুৎফুল হাসান । রবিবার (২৩ জুন) দুপুর ১২ টায় বিশ্বব্যিালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়।

পরে সেখানে একটি বৃক্ষরোপন করা হয়। বৃক্ষরোপন ও বর্ণাঢ্য র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. লুৎফুল হাসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খান।

This post has already been read 2340 times!