Saturday 2nd of December 2023
Home / অর্থ-শিল্প-বাণিজ্য / ঝালকাঠিতে ইনোভেশন শোকেসিং উৎসব অনুষ্ঠিত

ঝালকাঠিতে ইনোভেশন শোকেসিং উৎসব অনুষ্ঠিত

Published at জুন ১৮, ২০১৯

নাহিদ বিন রফিক (বরিশাল): জেলা পর্যায়ে দিনব্যাপি ইনোভেশন শোকেসিং উৎসব মঙ্গলবার (১৮ জুন) ঝালকাঠিস্থ কালেক্টরেট চত্বরে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হামিদুল হক। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ফজলুল হক, অতিরিক্ত উপপরিচালক মো. মনিরুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক উম্মে আয়শা ছিদ্দিকী, পল্লিবিদ্যুত সমিতির সহকারি মহাব্যবস্থাপক রনজিত চন্দ্র দেবনাথ প্রমুখ।

মেলায় ১২টি স্টল স্থান পায়। এতে দর্শনার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। কৃষি তথ্য সার্ভিসের সৌজন্যে কৃষিসিনেমা প্রদর্শন করা হয়। মেলায় অংশগ্রহণকারীদের পুরস্কারের ব্যবস্থা ছিল। এতে ভূমি আফিস প্রথম এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দ্বিতীয় স্থান অর্জন করে।

This post has already been read 1453 times!