গাজীপুর সংবাদাদাতা: কৃষি সচিব মো. নাসিরুজ্জামান শনিবার (২৭ এপ্রিল) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) গবেষণা মাঠ পরিদর্শন করেন। এই সময় ব্রি’র মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর তাঁকে ব্রি উদ্ভাবিত সর্বশেষ আধুনিক ধানের জাত ব্রি ধান৮৮ ও ব্রি ধান৮৯ সহ এবং ব্রি’র গবেষণা প্লট ও ব্রিডার সীড উৎপাদন প্লট ঘুরে দেখান। ব্রি’র পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. আনছার আলী ও পরিচালক (গবেষণা) ড.
Check Also
রাজশাহীতে জাতীয় বীজ নীতির সংবেদশীলতা কর্মশালা অনুষ্ঠিত
রাজশাহী সংবাদদাতা: মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় ফিড দ্যা ফিউচার বাংলাদেশ পলিসি লিং এগ্রিকালচারাল পলিসি …