শুক্রবার , জুলাই ২৬ ২০২৪

পবিপ্রবি ট্রাভেলার্স সোসাইটির সভাপতি আবিদ, সাধারণ সম্পাদক শাইখ

ইফরান আল রাফি (পবিপ্রবি প্রতিনিধি): পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভ্রমণ পিপাসুদের সংগঠন PSTU Travelers society -এর নতুন কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদ ভবনে বার্ষিক সাধারণ সভায় ২০১৯ সালের কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে কৃষি অনুষদের শিক্ষার্থী আবিদুর রহমানকে সভাপতি, ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থী শাইখ আহমেদকে সাধারণ সম্পাদক এবং ডিজেস্টার ম্যানেজমেন্ট অনুষদের শিক্ষার্থী অর্ণব ভট্টাচার্যকে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।

১৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি সাকিব মাহমুদ, যুগ্ম-সম্পাদক মেহেদী হাসান অরন্য, সাংগঠনিক সম্পাদক প্রতয় বাইদা, অফিস সম্পাদক সামসুল আরেফিন, সহকারী অফিস সম্পাদক সারা খান, আইটি সম্পাদক মাহিয়ান সাকিব, সহ আইটি সম্পাদক কাব্য রাজ ব্যাগচি। নির্বাহী সদস্য হলেন সাদ, মাসুম, জাকিয়া, সিপ্তি, রুদমিলা।

বার্ষিক সাধারণ সভায় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ মনিরুজ্জামান, উপদেষ্টা সহকারী অধ্যাপক সুজন কান্তি মালি, উপদেষ্ট সহকারী অধ্যাপক মো. ফয়সাল,  প্রভাষক আরিফুর রহমান, প্রভাষক মাহমুদুল হাসান, প্রভাষক আবদুল্লাহ আল হাসান,সাবেক সভাপতি আশিক আল ফয়সাল ও সাধারন সম্পাদক মামুন খান।

This post has already been read 4415 times!

Check Also

নদীর পাড় ঘেঁষে পর্যটন স্পট তৈরির পরিকল্পনা

ফকির শহিদুল ইসলাম (খুলনা): পর্যটনে নতুন ভাবনা’ এই প্রতিপাদ্য নিয়ে  মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে খুলনা …