Friday 19th of April 2024
Home / ফসল / চাঁদপুরে আখের লক্ষ্যমাত্রা ৩২ হাজার মে.টন নির্ধারণ

চাঁদপুরে আখের লক্ষ্যমাত্রা ৩২ হাজার মে.টন নির্ধারণ

Published at এপ্রিল ১৭, ২০১৯

মাহফুজুর রহমান (চাঁদপুর প্রতিনিধি): চলতি ২০১৮-১৯ অর্থবছরে চাঁদপুরে আখের উৎপাদন ৩২ হাজার ১ শ মে.টন। চাষাবাদ হয়েছে ৬ শ ৭০ হেক্টর । কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামার বাড়ির তথ্যম এ তথ্য জানা যায়।

চাঁদপুরের ৮ উপজেলা জুড়ে চলতি বছর ৬ শ’ ৭০ হেক্টর জমিতে চাষাবাদ ও উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩২ হাজার ২ শ’ মে.টন। খরা, বন্যা, জলাবদ্ধতা ও লবণাক্ততাসহ প্রতিকূল পরিবেশ সহ্য করতে পারে অর্থকারী এ ফসল।

গোটা জেলাজুড়ে কমবেশি আখের বেশ চাষাবাদ লক্ষ্য করা যাচ্ছে। প্রতিবছরই মতলবের উৎপাদিত সু-স্বাদু ও রসালো এ আখ মিষ্টি বেশি হওয়ায় ঢাকা-নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় পাইকাররা নিয়ে যায়। এতে করে দেশের আখ রসের চাহিদায় চাঁদপুরে আখের ফলন ব্যাপক ভূমিকা রাখছে।

মতলব উত্তরের ছোট হলদিয়া, নিশ্চিন্তপুর, নান্দুরকান্দি, লবাইরকান্দি, বেগমপুর, বড় হলদিয়া, সরদারকান্দি, ওটারটরম হাজীপুর, রাঢ়ীকান্দিসহ হাইমচরের গন্ডামারা ও ফরিদগঞ্জের বিভিন্ন স্থানে আখের ব্যাপক চাষাবাদ ও উৎপাদন লক্ষ্য করা গেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া সূত্র মতে, চাঁদপুর সদরে চাষাবাদ ৬৫ হেক্টর এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ হাজার ১শ’ ২০ মে.টন, মতলব উত্তরে চাষাবাদ ১ শ’ ১০ হেক্টর এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ১০ হাজার ৮০ মে.টন, মতলব দক্ষিণে চাষাবাদ ৫ হেক্টর এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ২ শ’ ৪০ মে.টন, হাজীগঞ্জে চাষাবাদ ৮ হেক্টর এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ শ’ ৮৪ মে.টন, শাহারাস্তিতে চাষাবাদ ৩৫ হেক্টর এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ১ হাজার ৬ শ’ ৮০ মে.টন, কঁচুয়ার চাষাবাদ ৫ হেক্টর এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ২ শ’ ৪০ মে.টন, ফরিদগঞ্জে চাষাবাদ ৩ শ’ ৩৫ হেক্টর এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ১৬ হাজার ৪০ মে.টন ও হাইমচরে চাষাবাদ ৭ হেক্টর এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ শ’ ৩৬ মে.টন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিবিদ আবদুল মান্নান জানান, ‘চাঁদপুরের আখ চাষাবাদের লক্ষ্যমাত্রা প্রতিবছরই অর্জন হয়ে থাকে। এবার ৬ শ’৭০হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চাঁদপুরের উৎপাদিত আখ দিয়ে গুড় হয় না। ছিবিয়ে মানুষ রস খান। গ্রামের চেয়ে শহরে এর চাহিদা বেশি।’

This post has already been read 1922 times!