মঙ্গলবার , ডিসেম্বর ৩ ২০২৪

গবাদিপশু-পাখির চাহিদার মাত্র ১০ ভাগ টিকা উৎপাদিত হয় দেশে

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা ও কুমিল্লার ল্যাব সমূহে আমাদের চাহিদার মাত্র ১০ শতাংশ টিকা উৎপাদিত হয় এবং ৯০ শতাংশ আমদানি করতে হয়, যা প্রত্যাশিত নয়। প্রধানমন্ত্রীও চান এদেশে শতভাগ টিকা উৎপাদনকারী অত্যাধুনিক ল্যাব স্থাপিত হোক এবং তিনি তার নির্দেশনাও দিয়েছেন। তাই গবাদিপশু-পাখির টিকা উৎপাদনে স্বয়ম্ভরতার্জনে শিগগির অত্যাধুনিক ল্যাব স্থাপন করা হবে।

রবিবার (৭ এপ্রিল) মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, এম.পি মহাখালীস্থ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন শেষে আয়োজিত সভায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী এ সময় বৈদেশিক মূদ্রাব্যয়ে টিকা আমদানির বদলে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে আরো দক্ষতা ও নিষ্ঠার সাথে কাজ করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। অর্থাভাবে যেন টিকা উৎপাদন ব্যাহত না হয়, সে ব্যাপারে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন।

প্রাণিসম্পদ অধিদফতরের আওতায় মহাখালীস্থ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে গবাদিপশু অর্থাৎ গরু ও ছাগল-ভেড়া এবং হাঁস-মুরগির বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবে তিনটি আধুনিক ল্যাবে নিয়মিতভাবে মোট ১৭ প্রকার টিকার উৎপাদন করা হয়। এসবের মধ্যে গরুর এফএমডি, ছাগল-ভেড়ার পিপিআর এবং হাঁসমুরগির রানীক্ষেত রোগের টিকা উল্লেখযোগ্য।

২০১৩-১৪ অর্থবছরে মোট ১৯ কোটি ৩৭লাখ, ২০১৪-১৫ অর্থবছরে ১৯ কোটি ১৫লাখ, ২০১৫-১৬ অর্থবছরে ২৩ কোটি ৪০লাখ, ২০১৬-১৭ অর্থবছরে ২৪ কোটি ৭৩লাখ এবং ২০১৭-১৮ অর্থবছরে ২৫ কোটি ৬৩ লাখ ডোজ টিকা উৎপাদিত হয়েছিল। তবে ২০১৮-১৯ অর্থবছরের মার্চ মাস পর্যন্ত প্রায় ১৯ কোটি ডোজ টিকা উৎপাদিত হয়েছে যদিও ২৮কোটি ডোজ টিকা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারিত রয়েছে। এ লক্ষ্যমাত্রা যথাযথভাবে অর্জিত হবে বলেও গবেষণা প্রতিষ্ঠানটির পরিচালক মো. আইনুল হক  জানিয়েছেন।

উল্লেখ্য যে, মোট  .১৯ একর  জমির ওপর ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটির উৎপাদিতরিন্ডারপেস্টটিকা দ্বারা বাংলাদেশ হতে রিন্ডারপেস্ট-রোগ নির্মূল হওয়ায় ২০১০ সালে OIE (বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থা) কর্তৃক বাংলাদেশকে রিন্ডারপেস্ট রোগনির্মূলের স্বীকৃতি সনদ প্রদান করা হয়।

গবেষণাপ্রতিষ্ঠানটির পরিচালক মো. আইনুল হকের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব রইছউল আলম মণ্ডল, অতিরিক্ত সচিব (প্রাণিসম্পদ) কাজী ওয়াসি উদ্দিন, মন্ত্রণালয়ের যুগ্মপ্রধান লিয়াকত আলী, প্রাণিসম্পদ অধিদফতরের ডিজি হীরেশ রঞ্জন ভৌমিক বক্তৃতা করেন।

This post has already been read 3064 times!

Check Also

খাদ্য মজুদ বাড়ানোই আমাদের লক্ষ্য -খাদ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: খাদ্য মজুদ বাড়ানো আমাদের লক্ষ্য বলে মন্তব্য করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। …