সোমবার , মার্চ ১৭ ২০২৫

মহান বিজয় দিবসে চিড়িয়াখানায় অনূর্ধ্ব ১৮ বয়সীদের প্রবেশাধিকার ফ্রি

ঢাকা সংবাদদাতা: ১৬ ডিসেম্বর মহান বিজয়দিবস-১৮ উপলক্ষে ঐদিন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ভুক্ত সকল চিড়িয়াখানায় অনূর্ধ্ব ১৮ বছর বয়সী শিশু, শিক্ষার্থী, এতিম ও প্রতিবন্ধীদের প্রবেশাধিকার ফ্রি ঘোষণা করা হয়েছে। এদিন সংশ্লিষ্টরা বিনামূল্যে চিড়িয়াখানা পরিদর্শন করতে পারবে।

সম্প্রতি মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দের সভাপতিত্বে আসন্ন বিজয়দিবস পালনের প্রস্তুতিসভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

উক্ত সভায় মন্ত্রণালয়াধীন গুরুত্বপূর্ণ সরকারি-আধাসরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনে আলোকসজ্জাকরণ এবং মন্ত্রণালয়ের উদ্যোগে মৎস্য অধিদফতরের সম্মেলনকক্ষে “সুখী-সমৃদ্ধ বাংলাদেশগঠনের লক্ষে ডিজিটাল-প্রযুক্তির সর্জনীন ব্যবহার এবং মুক্তিযুক্ত” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠানেরও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

This post has already been read 3564 times!

Check Also

বাজারে যারা অহেতুক দাম বাড়ায়, তাদের ছাড় দেওয়া যাবে না -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বাজারে যারা অহেতুক দাম বাড়ায়, তাদের ছাড় দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন …