Monday 29th of April 2024
Home / অন্যান্য / কুমিল্লা বন বিভাগের উপকারভোগীদেরকে ৭ কোটি টাকা প্রদান

কুমিল্লা বন বিভাগের উপকারভোগীদেরকে ৭ কোটি টাকা প্রদান

Published at অক্টোবর ১২, ২০১৮

মাহফুজুর রহমান (চাঁদপুর): কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মনবাড়িয়া জেলা নিয়ে কুমিল্লা বন বিভাগ। আর এ বন বিভাগ বর্তমান সরকারের আমলে গত ২০০৯ সাল থেকে ২০১৮ অর্থ বছর পর্যন্ত উপকারভোগীদের মাঝে ৬ কোটি ৯২ লাখ ৪৬ হাজার ৭১৬ টাকা সামাজিক বনায়নের লভ্যাংশের টাকা প্রদান করেছেন।

এটি বন বিভাগের একটি বড় সফলতা। একই বিভাগ গত ১০ বছর জনসাধারণের মাঝে ১২লাখ ৬৫ হাজার ৪২০টি উত্তোলিত চারা ৩৬ লাখ ২৭ হাজার ১শ’ টাকা বিক্রি করেছেন।

এছাড়াও কুমিল্লা বন বিভাগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ স্মরণে ৩০ লাখ চারা বিতরণের অংশ হিসেবে কুমিল্লা সামাজিক বন বিভাগ ২০১৭-২০১৮ সনে প্রায় আড়াই লাখ চারা বিনামূল্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করেছে। বর্তমানে সরকারের এ বন বিভাগ স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে বাগান সৃজনে কাজ চলমান রেখেছে।

This post has already been read 1563 times!