Friday 19th of April 2024
Home / অর্থ-শিল্প-বাণিজ্য / ঝিনাইদহে ‘বিশ্ব ডিম দিবস’১৮ পালিত

ঝিনাইদহে ‘বিশ্ব ডিম দিবস’১৮ পালিত

Published at অক্টোবর ১২, ২০১৮

ঝিনাইদহ সংবাদাদাতা: নানা কর্মসূচির মধ্য দিয়ে “জীবনের জন্য প্রোটিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব ডিম দিবস’১৮ পালিত হয়েছে।

শুক্রবার (১২ অক্টোবর) জেলা প্রাণিসম্পদ বিভাগ ও ভেট ডক্টর’স এসোসিয়েশন (ভিডিএ),ঝিনাইদহের উদ্যোগে এ দিবস পালিত হয়।

সকাল ৮.৩০ মিনিটে সরকারী শিশু পরিবার (বালিকা), ঝিনাইদহে এতিম শিশুদের মাঝে ডিম বিতরণের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। এক বর্ণাঢ্য র‌্যালি জেলা ভেটেরিনারি হাসপাতাল থেকে শুরু হয়ে আরাপপুর গোল চত্ত¡র প্রদক্ষিণ করে জেলা প্রাণিসম্পদ দপ্তর এর সামনে এসে শেষ হয়।

দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. আবদুল হাই (অধ্যক্ষ, ঝিনাইদহ সরকারী ভেটেরিনারি কলেজ), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আবু জাফর মোহাম্মদ ফেরদৌস, ড. মো. হযরত উল্লাহ, ডা. মো. ওয়াজেদ আলী (ভেটেরিনারি সার্জন, ঝিনাইদহ সদর), ডা. মো. মুস্তাফিজুর রহমান পাপ্পু (সদস্য সচিব, ভেট ডক্টরস এসোসিয়েশন (ভিডিএ), ঝিনাইদহ ও সহ-সাধারণ সম্পাদক, বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন (বিভিএ), খুলনা বিভাগ।

আরো উপস্থিত ছিলেন ভেট ডক্টরস এসোসিয়েশন (ভিডিএ) ঝিনাইদহ এর সদস্যবৃন্দ, জেলা ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জনবৃৃন্দ, বিভিন্ন মেডিসিন কোম্পানীর প্রতিনিধিবৃন্দ, জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত লেয়ার, কোয়েল, টার্কি, হাঁস খামারী।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ডা. মো. হাফিজুর রহমান ( জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ঝিনাইদহ), সঞ্চালনা করেন ডা. পরিতোষ চন্দ্র মিত্র ( জেলা ভেটেরিনারি সার্জন, ঝিনাইদহ)এ

আলোচনা সভা শেষে পোস্ট অফিস মোড় ঝিনাইদহে পথচারীদের মাঝে বিনামূলে সিদ্ধ ডিম বিতরণ করা হয়।
উল্øেখ্য আন্তর্জাতিক এগ কমিশন ১৯৯৬ সাল থেকে প্রতি বছর অক্টোবর মাসের ২য় শুক্রবার বিশ্বব্যাপী এ দিবস পালন করে আসছে।

This post has already been read 2928 times!