Sunday 4th of June 2023
Home / অন্যান্য / পবায় কনজুমারস কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পবায় কনজুমারস কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Published at জুলাই ২৯, ২০১৮

রাজশাহী সংবাদদাতা: রাজশাহীর পবা উপজেলা কনজুমারস কমিটির মাসিক সভা রবিবার (২৯ জুলাই) সকালে নওহাটা পৌরসভা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা ইউকেএইড এর অর্থায়নে ও ব্রিটিশ কাউন্সিলের কারিগরি সহায়তায় ভোক্তা অধিকার বিষয়ক জাতীয় প্রতিষ্ঠান কনজুমারস্ এসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব এর বাস্তবায়িত ইস্যু বেইজড্ প্রজেক্ট অন ফুড সেফটি গভার্নেন্স ইন পোল্ট্রি সেক্টর প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সাংবাদিক কাজী নাজমুল ইসলাম।

সভায় পোল্ট্রি সেক্টরে নিরাপদ খাবার নিশ্চিত করণে বিশদ আলোচনা করা হয়। পাশাপাশি কমিটির দায়িত্ব ও কর্তব্য এবং ভবিষ্যত কর্মপরিকল্পনা সম্পর্কে সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেয় কমিটির উপদেষ্টা অধ্যক্ষ আশরাফ আলী দেওয়ান, মুক্তিযোদ্ধা এস.এম কামরুজ্জামান, মো. জাহিদুর রহমান, সহ-সভাপতি হাসিনুর রহমান ও রহিমা খাতুন, সাধারণ সম্পাদক প্রভাষক ওয়াজেদ আলি, সাংগঠনিক সম্পাদক মাহাবুব সোহেল, দপ্তর নুরুল আমিন, ক্যাবের মাঠ সমম্বয়কারী অমর কস্টা, মাঠ কর্মকর্তা মহিদুল হাসান প্রমূখ।

This post has already been read 2266 times!