Wednesday 29th of March 2023
Home / অন্যান্য / কাউখালীতে ফলদ বৃক্ষমেলা উদ্বোধন করলেন পানিসম্পদ মন্ত্রী

কাউখালীতে ফলদ বৃক্ষমেলা উদ্বোধন করলেন পানিসম্পদ মন্ত্রী

Published at জুলাই ১৭, ২০১৮

নাহিদ বিন রফিক (বরিশাল): পিরোজপুরের কাউখালীর উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপি ফলদ বৃক্ষমেলা ১৬ জুলাই থেকে শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি.। উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শাহীন আক্তার সুমীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু হেনা মো. জাফর, উপজেলা চেয়ারম্যান এস. এম. আহসান কবির, উপজেলা কৃষি অফিসার আলী আজিম শরীফ, উপজেলা ভাইস-চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান চৌধুরী ফাতেমা ইয়াসমিন (পপি), স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন প্রমুখ।

মেলায় সরকারি-বেসরকারি ১৩ টি স্টল স্থান পায়। মেলা চলবে প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত। মেলায় দর্শকের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

This post has already been read 1320 times!