Thursday 2nd of May 2024
Home / অন্যান্য / ইন্টার্নশিপ ভাতা বৃদ্ধি করায় পবিপ্রবি’তে আনন্দ মিছিল

ইন্টার্নশিপ ভাতা বৃদ্ধি করায় পবিপ্রবি’তে আনন্দ মিছিল

Published at মে ১৩, ২০১৮

ইফরান আল রাফি (পবিপ্রবি) : বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক ভেটেরিনারি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ভাতা বৃদ্ধি করে ৮০০০ থেকে ১৫০০০ টাকায় উন্নীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশন (ভিএসএ) এক আনন্দ মিছিলের আয়োজন করে। রবিবার (১৩ মে) বিকাল ৪ টা ৩০ মিনিটে র‌্যালিটি মূল একাডেমীক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং ক্যাম্পাস গেটে এসে শেষ হয়।

এ সময় ভিএসএ এর সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। ইফতেখারুল হাসান রাফির সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ভিএসএ এর সহ-সভাপতি দীপ রতন ঘোষ এবং সাধারণ সম্পাদক মো. মোর্শেদ আলম নাইম। ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গঠনে ভেটেরিনারিয়ানদের মূল্যায়ন করায় এবং তারই ধারাবাহিকতায় ইন্টার্নশিপ ভাতা বৃদ্ধি করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশন এর পক্ষ থেকে ধন্যবাদ জানান বক্তরা।

This post has already been read 2453 times!