শনিবার , ফেব্রুয়ারি ৮ ২০২৫

এজি জিপি লি. -এর যাত্রা শুরু

রবিবার (১২ই নভেম্বর) এজি জিপি লি. নোয়াখালী সূবর্ণচরে প্রথম জিপি ফ্লকের হাউজিং  শুরু করেছে। আইসোলেটেড বায়োসিকিউরিটি সমৃদ্ধ অত্যাধুনিক টানেল ভেন্টিলেশন হাউজে ইন্ডিয়ান রিভার ব্রয়লার জিপি বাচ্চা পালন করা হচ্ছে। দেশী-বিদেশী দক্ষ কনসালটেন্ট ও কর্মীদের  নিবিড় তত্ত্বাবধানে আগামী দিনে একটি যুগোউপযোগী প্যারেন্ট স্টক উৎপাদনের লক্ষে আহসান গ্রুপ পোল্ট্রি  ইন্ড্রাট্রির সকল পর্যায়ের সহযোগিতা ও দোয়া কামনা করছে ।

– পেস বিজ্ঞপ্তি

This post has already been read 5359 times!

Check Also

পোল্ট্রি শিল্পের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রাণিসম্পদ অধিদপ্তর কাজ করে যাবে- ডিএলএস ডিজি

এগ্রিনিউজ২৪.কম: প্রাণিসম্পদ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান বলেছেন, পোল্ট্রি শিল্পের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রাণিসম্পদ …