Saturday , July 19 2025

একটি বাড়ি পাঁচটি হাঁস, পুষ্টি আমিষে বারো মাস

ফকির শহিদুল ইসলাম (খুলনা) : ‘একটি বাড়ি পাঁচটি হাঁস, পুষ্টি আমিষে বারো মাস” এমনি প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খুলনা জেলার রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলায় সম্পূর্ণ বিনামূল্যে চলছে হাঁস ও লেবু গাছ বিতরণ। হতদরিদ্র পরিবারের পুষ্টি ও আমিষের চাহিদা পূরণের পাশাপাশি তাদের আর্থিক স্বচ্ছলতা আনয়নে ব্যক্তিগতভাবে এ উদ্যোগ নিয়েছেন সমাজ সেবক শরীফ শাহ কামাল তাজ।

hasএ সম্পর্কে রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ডোমরা গ্রামের মৃত ইব্রাহিম মল্লিকের স্ত্রী ফরিদা বেগম বলেন, চারটি মায়া (স্ত্রী) ও একটি মদ্দা (পুরুষ) হাঁসের বাচ্চা পেয়ে পালন করছি, বড় হলে ডিম দেবে। প্রথমে ডিম ফুটিয়ে আরো বাড়াবো; তারপর ডিম খেতে পারবো, গোশতও খেতে পারবো। লেবু খেতেও পারবো, বেচতেও পারবো। এতে আমি খুব খুশি; হাঁসগুলো বেঁচে থাকলে আমার হাতেও দু’টো পয়সা জমবে।
“আসুন সবাই বাড়ির আঙিনায় একটি কওে লেবু গাছ লাগাই/সবার মাঝে ভিটামিন সি’র সচেতনতা জাগাই।” এ শ্লোগান বাস্তবায়নে দরিদ্র পরিবারের প্রতিটি বাড়িতে লেবু গাছ রোপনের উদ্বুদ্ধ করা হচ্ছে।

জানা যায়, এ বছর ১৭ আগস্ট থেকে রূপসার শ্রীফলতলা ইউনিয়নের ডোমরা ও হোসেনপুর গ্রামে শুরু হয়েছে প্রকল্পটির কার্যক্রম। বিতরণ শুরু হয়েছে হাঁসের বাচ্চা ও লেবু গাছ। একই সাথে আইচগাতি ইউনিয়নে দুর্জনীমহল ও জোয়াওে লেবু গাছের চারা রোপন চলছে। পর্যায়ক্রমে রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলার প্রতিটি ইউনিয়নে সম্পূর্ণ বিনামূল্যে এ সুবিধা দেয়া হবে।

প্রকল্প সূত্র জানায় রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলার ১৭টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের ১০টি পরিবারকে পাঁচটি হাঁসের বাচ্চা ও দু’টি লেবু গাছ দেয়া হবে। দরিদ্র সীমার নিচে বসবাসকারী জনগোষ্ঠীর পুষ্টি ও আমিষের চাহিদা পূরণের লক্ষে সম্পূর্ণ বিনামূল্যে এ সহায়তা দিচ্ছেন স্থানীয় সমাজ সেবক শরীফ শাহ কামাল তাজ। এক মাসের মধ্যে কোন হাঁসের বাচ্চা মারা গেলে বা নির্ধারিত সময়ে লেবু গাছে ফলন না এলে পুনরায় হাঁস ও গাছের চারা রোপণ কওে দেয়া হবে। তদারকিতে স্ব স্ব ইউনিয়নে নির্ধারিত ব্যক্তি নিয়োজিত রয়েছেন।

প্রকল্পের সুবিধাভোগী রূপসার ডোমরা গ্রামের মোসলেম শেখের স্ত্রী লাইলি বেগম ও একই এলাকার মো. শফিউদ্দিনের মেয়ে আলেয়া বলেন, ইচ্ছা থাকলেও টাকার অভাবে হাঁস-মুরগী কিনে পুষতে পারতাম না। পয়সার অভাবে একটা ডিম কিনেও খেতে পারতাম না; হাঁস খাওয়া তো দূরের কথা। এখন আল্লায় দিলে আমরা নিজেরাই হাঁসের মালিক।

This post has already been read 5892 times!

Check Also

পোল্ট্রি শিল্প বাঁচাতে বাজেটে বিশেষ সহায়তা চায় বিপিআইএ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প খাত হিসেবে পরিচিত পোল্ট্রি শিল্পের টিকে থাকা এবং এর …