Saturday , May 24 2025

আহকাব নির্বাচন ২০২৫–২০২৭: আলফা প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

নির্বাচন কমিশনারগণের সাথে আহকাব (AHCAB) ‘আলফা টিম’ এর সদস্যগণ।

নিজস্ব প্রতিবেদক: এ্যানিমেল হেল্থ কোম্পানীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব) এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০২৫–২০২৭ উপলক্ষে আলফা প্যানেলের প্রার্থীদের পরিচিতি সভা শুক্রবার (২৩ মে) রাজধানীর ধানমন্ডির গ্রীন গার্ডেন-এ অনুষ্ঠিত হয়। সভাটি আহকাব নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এবং প্রধান নির্বাচন কমিশনার এ আর এম তাইবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ডের আরেক সদস্য আব্দুল গোফরান।

পরিচিতি সভায় আলফা প্যানেলের প্রার্থী ছাড়াও আহকাবের উল্লেখযোগ্য সংখ্যক ভোটার উপস্থিত ছিলেন। গোটা আয়োজনটি গঠনমূলক আলোচনা ও পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ পরিবেশে সম্পন্ন হয়।

নির্বাচন কমিশনারগণের সাথে আহকাব (AHCAB) ‘আলফা টিম’ এর সদস্যগণ।

আলফা প্যানেলের দলনেতা সায়েম উল হক তার বক্তব্যে বর্তমান কমিটির কার্যকালীন সময়ের বিভিন্ন সাফল্য তুলে ধরেন। তিনি বলেন, আহকাবের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের দূরত্ব হ্রাস করা ছিল তাদের অন্যতম প্রধান লক্ষ্য, যা তারা দলগত প্রচেষ্টা ও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সফলভাবে বাস্তবায়ন করেছেন। সরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পর্ক গড়ে উঠেছে এবং বর্তমানে ঔষধ প্রশাসন তাদের কার্যক্রমে আহকাবকে অন্তর্ভুক্ত করছে, যা একটি ইতিবাচক অগ্রগতি। এছাড়া আহকাবের সকল সদস্যদের সঙ্গে মতবিনিময় করে তাদের সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে, যেগুলোর সমাধানে ভবিষ্যতে আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।

আহকাব (AHCAB) ‘আলফা টিম’ এর পরিচিতি সভায় বক্তব্য রাখছেন দলনেতা সায়েম উল হক।

সায়েম উল হক আসন্ন নির্বাচনে আলফা টিমের ইশতেহারও উপস্থাপন করেন, যেখানে তিনি সদস্য নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ, স্বচ্ছ ও সুশৃঙ্খল ব্যবসা পরিবেশ বজায় রাখা, সরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় জোরদার, জাতীয় ও আন্তর্জাতিক প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি, সদস্যদের জন্য হেল্প ডেস্ক ও আইনি সহায়তা চালু, কার্যক্রমের ডিজিটালাইজেশন ও নবায়ন প্রক্রিয়ায় অটোমেশন চালুর প্রতিশ্রুতি দেন। এছাড়া প্রাণিসম্পদ আইন সংশোধনে সদস্যদের মতামত গ্রহণ, রেডিওএকটিভিটি, নাইট্রোফুরান, ক্লোরামফেনিকল ও মেলামিন টেস্ট এবং GMO-সংক্রান্ত জটিলতা নিরসনের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং রপ্তানি কার্যক্রমকে উৎসাহিত করার পরিকল্পনা তুলে ধরেন।

বক্তব্যের শেষে তিনি উপস্থিত ভোটারদের কাছ থেকে উন্মুক্ত প্রশ্ন আহ্বান করেন, যেখানে প্যানেলের সদস্যরা সরাসরি বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নিজেদের অবস্থান স্পষ্ট করেন। এর পর তাঁর আহ্বানেই আলফা টিমের প্রতিটি সদস্য নিজ নিজ পরিচয়, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং উপস্থিত ভোটারদের কাছে সমর্থন ও ভোটের অনুরোধ জানান।

আলফা প্যানেলের প্রার্থীরা হলেন: সায়েম উল হক (৩৩০), মো. আনোয়ার হোসেন (০৬৯), এস এম এফ বি আবদুস সবুর (০৭৯), তাকের মাহমুদ খান (১৪৩), মো. মোসলেহ উদ্দিন (১৪৯), মোহাম্মদ সরোয়ার জাহান (২৮০), মোহাম্মদ খোরশেদ আলম (৩১৪), মোহাম্মদ রাশেদুল জাকির (৩১৫), মো. মাহাবুব হাসান (৩৩১), মো. তসলিম খান (৪১০), খন্দকার রকিবুল ইসলাম (৪১৩), খন্দকার মুহাম্মদ মাহমুদ হাসান (৪২৩), মোহাম্মদ ফয়জুর রহমান (৫২২), মো. মোজাম্মেল হক খান (৫২৫) এবং মোহাম্মদ তারেক সরকার (৫৪৩)।

সভায় প্রধান নির্বাচন কমিশনার তার বক্তব্যে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন ।

সভা শেষে নির্বাচন বোর্ডের সদস্য এ আর এম তাইবুর রহমান এবং আব্দুল গোফরান পৃথকভাবে সংক্ষিপ্ত বক্তব্যে সফল আয়োজন ও অংশগ্রহণকারীদের আন্তরিক উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

This post has already been read 148 times!

Check Also

পোল্ট্রি ও গবাদিপশু খাতে নতুন সম্ভাবনা নিয়ে বাজারে এলো E-MAX সাপ্লিমেন্ট

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের পোল্ট্রি ও গবাদিপশু খাতে একটি নতুন দিগন্ত উন্মোচন করলো এভারেস্ট এগ্রোজেনিক্স …