Sunday , August 31 2025

১৯ বছরে পদার্পণ করলো দক্ষিণবঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ পবিপ্রবি

ইফরান আল রাফি (পবিপবি প্রতিনিধি): দক্ষিণবঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০০০ সালের ৮ জুলাই যাত্রা শুরু করে। আজকের এই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালী কৃষি কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষনা করেন।

পটুয়াখালী জেলা শহর থেকে ১৫ কিলোমিটার উত্তরে এবং বরিশাল বিভাগীয় শহর থেকে ২৮ কিলোমিটার দক্ষিণে দুমকি উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত বিশ্ববিদ্যালয়। ৮৯.৯৭ একর আয়তনের সবুজে ঘেরা এই ক্যাম্পাস ক্ষুধা দারিদ্রমুক্ত আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে।

২০০০ সালে কৃষি অনুষদে প্রথম ব্যাচে ছাত্রছাত্রী ভর্তি করার মাধ্যমে একই বছরের ২৪ সেপ্টেম্বর একাডেমিক কার্যক্রম শুরু হয়। বর্তমানে ৮ টি অনুষদের অধীনে ৫৮ বিভাগের মাধ্যমে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি প্রদান করে আসছে। এছাড়াও রয়েছে স্বল্পমেয়াদী বেশ কয়েকটি কোর্স।

বিশ্ববিদ্যালয়ের জন্মদিনে রইলো অনেক অনেক শুভ কামনা আর নিরন্তর ভালোবাসা।

This post has already been read 4550 times!

Check Also

উন্নয়নশীল দেশে উত্তরণে প্রস্তুত নয় বাংলাদেশ- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে …