Saturday 4th of May 2024
Home / অন্যান্য / সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে তারুণ্যের ‘একবেলা হাসিমুখ’

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে তারুণ্যের ‘একবেলা হাসিমুখ’

Published at নভেম্বর ২১, ২০১৭

মো. আরিফুল ইসলাম (বাকৃবি):
মানুষ মানুষের জন্য। আর্তমানবতার সেবাই পরম ধর্ম। দুস্থ মানবতার পাশে দাঁড়াতে এবং তাদের মুখে হাসি ফোটানোর জন্য সদা প্রস্তুত ময়মনসিংহের কিছু মেধাবী মুখ। সুবিধাবঞ্চিত ঈদের নতুন জামা, শিক্ষা উপকরণ বিতরণ, বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সহায়তার পর এবার ময়মনসিংহে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ভূরিভোজ ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে বিশ্ব শিশু দিবস পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’। তাদের লক্ষ্য একটিই আর তা হল দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। সোমবার দুপুরে এ উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বৈশাখী মঞ্চে ‘একবেলা হাসিমুখ’ নামে এক কর্মসূচীর আয়োজন করে সংগঠনটি।

অনুষ্ঠানে শিশুদের সঙ্গে একবেলা ভূরিভোজ, বিভিন্ন ধরণের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী ছাড়াও শিশুদের বিনোদন দিতে তারুণ্য সদস্যরা গান, নাচ কবিতা আবৃত্তি, গল্প, কৌতুক পরিবেশন করে।

অনুষ্ঠানে তারুণ্য সদস্য মাজহার রক্সি, মিঠুন সরকার, রৌদ্র, হিমেল, উবায়দুল, এনামুল, কবির, মুক্তা, শারমিন, ইতি, রিফাত, রাকিব, লাভলু প্রমুখ উপস্থিত ছিলেন।

This post has already been read 3165 times!