Tuesday 7th of May 2024
Home / অন্যান্য / ঈদের আমেজে বাকৃবি: রবিবার থেকে ক্লাস শুরু

ঈদের আমেজে বাকৃবি: রবিবার থেকে ক্লাস শুরু

Published at সেপ্টেম্বর ৯, ২০১৭

মো. আরিফুল ইসলাম (বাকৃবি):
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আগামীকাল রবিবার থেকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। গত ২৯ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত টানা ১২ দিনের ছুটি শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন। শিক্ষার্থীদের আবাসিক ১৩টি হল গত শুক্রবার সকাল ১০টার দিকে শিক্ষার্থীদের প্রবেশের জন্য খুলে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে ঈদের ছুটিতে বিশ্ববিদ্যালয় পরিণত হয়েছে ময়মনসিংহের অন্যতম বিনোদন কেন্দ্রে।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলার পর গত শুক্রবার থেকে শিক্ষার্থীদের পদচারণায় আবারো মুখরিত হয়ে উঠছে ক্যাম্পাস। শিক্ষার্থীরা একে অপরের সাথে কুশল ও ঈদের শুভেচ্ছা বিনিময় আর কোলাকুলিতে আবারো মেতে উঠেছে সেই ঈদের দিনের আমেজে। শিক্ষার্থীদের পদচারণায় আবারো বিশ্ববিদ্যালয় ফিরে পাচ্ছে তার চিরচেনা রূপ। এদিকে ঈদের ছুটিতে ময়মনসিংহের বিনোদন কেন্দ্রে পরিনত হয় প্রকৃতিকন্যা খ্যাত দক্ষিণ এশিয়ার সববৃহৎ এ কৃষি শিক্ষার বিদ্যাপিঠ। বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন, বিজয়’৭১, মরণ সাগর, শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তন, কেন্দ্রীয় গ্রন্থাগার, বঙ্গবন্ধু চত্বর, লন্ডন ব্রীজ, অনুষদ ভবন ক্যাম্পাসের পাশ দিয়ে বহমান পুরাতন ব্রহ্মপুত্র নদ, আমবাগানসহ নানা প্রাকৃতিক দৃষ্টিনন্দন এসব জায়গায় দর্শনার্থীদের ভীড় সারা বছরের তুলনায় ঈদের ছুটিতে অনেক বৃদ্ধি পায়।

This post has already been read 3089 times!