নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে পোল্ট্রি বিজ্ঞান চর্চা, গবেষণা ও শিল্পের সংযোগে অগ্রণী সংগঠন হিসেবে পরিচিত ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন – বাংলাদেশ ব্রাঞ্চ (WPSA-BB) এর ২০২৫–২৬ মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচন নিয়ে এখন চরম উত্তেজনা বিরাজ করছে।
নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৬ জুলাই শনিবার, ঢাকার যমুনা ফিউচার পার্ক কনভেনশন সেন্টারে। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে অধিকাংশ পদেই সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হওয়ায় সাধারণ সদস্যদের মধ্যে আগ্রহ ও অংশগ্রহণ প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে। কে কোন পদে লড়ছেন, তা নিয়ে চলছে নানা আলোচনা ও হিসাব-নিকাশ।
সাধারণ সম্পাদক পদে লড়ছেন মো. আসাদুজ্জামান (মেজবা) (ভোটার নম্বর ১৮০) এবং তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ফয়জুর রহমান (ভোটার নম্বর ৭০)। এই দুটি নাম ইতোমধ্যে সদস্যদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
যুগ্ম সম্পাদক পদে লড়ছেন ডা. সাদেক আহমেদ (ভোটার নম্বর ২৪৩) ও শাহ ফাহাদ হাবিব (ভোটার নম্বর ৩৮৪)। এ দুটি তরুণ মুখ বিভিন্ন পেশাগত ফোরামে সক্রিয় এবং সংগঠনের ভবিষ্যৎ নেতৃত্বে তাদের সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে।
কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডা. মো. নুরুল ইসলাম শাওন (ভোটার নম্বর ১৯২) এবং মোহাম্মদ শাহাদাত হোসেন (ভোটার নম্বর ৮২)। দুজনই প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রমের অভিজ্ঞ এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত।
বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে লড়ছেন প্রফেসর ডা. মো. মাহমুদুল হাসান সিকদার (ভোটার নম্বর ৩৯০) এবং ডা. মো. সাজেদুল করিম সরকার (ভোটার নম্বর ৬৯); এই দুটি নাম পোল্ট্রি গবেষণা ও শিক্ষাক্ষেত্রে দেশের পোলট্রি শিল্পে সুপরিচিত।
অ্যানিমেল হাসব্যান্ড্রি (AH) ব্যাকগ্রাউন্ড থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. দৌলত হোসেন (ভোটার নম্বর ৩২), মোহাম্মদ নাজমুস সাকিব হামিম (ভোটার নম্বর ২৯৭), মো. রাকিবুল হাসান (ভোটার নম্বর ২০৫), মো. শাহজালাল সরকার (ভোটার নম্বর ৪১৬) এবং মো. জাকারিয়া ইসলাম (ভোটার নম্বর ২০০)। এখানে পাঁচজনের মধ্যে তিনজন নির্বাচিত হবেন।
ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (DVM) ব্যাকগ্রাউন্ড থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডা. মোহাম্মদ আশরাফ উদ্দিন (ভোটার নম্বর ৩৯৫), ডা. আজিমুল হক (ভোটার নম্বর ৩২৬), ডা. মো. রাকিবুর রহমান (ভোটার নম্বর ১৯৯), ডা. শামীম আহমেদ (ভোটার নম্বর ২৮৫) এবং ডা. মো. সুলতান মাসুম (ভোটার নম্বর ৭৫৩)। এখানে তিনটি পদে ভোট হবে।
ইন্ডাস্ট্রি ব্যাকগ্রাউন্ড থেকে সদস্য পদে লড়ছেন এ. কে. এম. সাঈদ সারোয়ার (ভোটার নম্বর ৪৭), মুহাম্মদ আবদুল জলিল (ভোটার নম্বর ৩৪২), মো. আবদুর রহমান (ভোটার নম্বর ২৭৫), দেবাংশু বিকাশ ভৌমিক (ভোটার নম্বর ১৮৬), মো. নাজিম উদ্দিন (ভোটার নম্বর ৩৯২) এবং ডা. এইচ. এম. নাজমুল হক (ভোটার নম্বর ২৮১)। এদের মধ্য থেকে তিনজন নির্বাচিত হবেন।
প্রসঙ্গত, সভাপতি পদে শামসুল আরেফিন খালেদ, সিনিয়র সহ-সভাপতি পদে মো. সিরাজুল হক, সহ-সভাপতি পদে মো. আজমল হোসেন ও মোহাম্মদ তৌহিদ হোসেন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রফেসর ডা. মো. ইলিয়াস হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এই নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করছেন তিন সদস্যের নির্বাচন কমিশন—চেয়ারম্যান সায়েম উল হক, সদস্য ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম এবং মো. শরিফুল হক। নির্বাচন ঘিরে সদস্যদের মাঝে ফিরে এসেছে উৎসাহ, যোগাযোগ, আলোচনার চাঞ্চল্য। কে কোন পদে বিজয়ী হবেন, সে নিয়ে শুরু হয়েছে জল্পনা–কল্পনা।
২৬ জুলাইয়ের নির্বাচন এর মধ্য দিয়ে ওয়াপসা-বিবির নতুন নেতৃত্বের সূচনা হতে যাচ্ছে—যা পোল্ট্রি বিজ্ঞান, গবেষণা, শিক্ষা ও শিল্পে আগামী দুই বছরের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করবে।