Tuesday , July 22 2025

WPSA-BB এর নির্বাচন ঘিরে চলছে জমজমাট প্রচারণা: ফিরে এসেছে উৎসবের আমেজ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের পোল্ট্রি বিজ্ঞান, গবেষণা ও শিল্প সংশ্লিষ্ট শীর্ষ সংগঠন ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন – বাংলাদেশ ব্রাঞ্চ (WPSA-BB) এর ২০২৫–২৬ মেয়াদের নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। দীর্ঘদিন পর অধিকাংশ পদে সরাসরি ভোট হওয়ায় নির্বাচনী মাঠে ফিরেছে প্রাণ, ব্যস্ত হয়ে উঠেছেন প্রার্থী ও ভোটাররা। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৬ জুলাই, শনিবার, সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত, ঢাকার জামুনা ফিউচার পার্কের মহল হলে।

প্রার্থীরা এবার আধুনিক প্রচারণা কৌশলকে গুরুত্ব দিচ্ছেন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, মোবাইল কল ও বার্তার মাধ্যমে যোগাযোগের পাশাপাশি অনেকেই স্বশরীরে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করছেন। কেউ কেউ তৈরি করেছেন ভিডিও বার্তা ও ডিজিটাল পোস্টার। প্রবীণরা বলছেন, বহুদিন পর ওয়াপসা-বিবির নির্বাচনে এমন উদ্দীপনা ও প্রতিযোগিতা দেখা যাচ্ছে।

এবারের নির্বাচনে সভাপতি পদে শামসুল আরেফিন খালেদ, সিনিয়র সহ-সভাপতি পদে মো. সিরাজুল হক, সহ-সভাপতি পদে মো. আজমল হোসেন ও মোহাম্মদ তৌহিদ হোসেন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রফেসর ড. মো. ইলিয়াস হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

তবে সাধারণ সম্পাদক পদে লড়ছেন মো. আসাদুজ্জামান (মেজবা) (ভোটার নম্বর ১৮০) ও মোহাম্মদ ফয়জুর রহমান (ভোটার নম্বর ৭০)। যুগ্ম সম্পাদক পদে আছেন ড. সাদেক আহমেদ (ভোটার নম্বর ২৪৩) ও শাহ ফাহাদ হাবিব (ভোটার নম্বর ৩৮৪)। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বী ড. মো. নুরুল ইসলাম শাওন (ভোটার নম্বর ১৯২) এবং মোহাম্মদ শাহাদাত হোসেন (ভোটার নম্বর ৮২)।

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে লড়ছেন প্রফেসর ড. মো. মাহমুদুল হাসান সিকদার (ভোটার নম্বর ৩৯০) ও ড. মো. সাজেদুল করিম সরকার (ভোটার নম্বর ৬৯)।

অ্যানিমেল হাজব্যান্ড্রি (AH) ব্যাকগ্রাউন্ড থেকে সদস্য পদে আছেন মো. দৌলত হোসেন (ভোটার নম্বর ৩২), মোহাম্মদ নাজমুস সাকিব হামিম (ভোটার নম্বর ২৯৭), ড. মো. রাকিবুল হাসান (ভোটার নম্বর ২০৫), মো. শাহজালাল সরকার (ভোটার নম্বর ৪১৬), ও মো. জাকারিয়া ইসলাম (ভোটার নম্বর ২০০)।

ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (DVM) ব্যাকগ্রাউন্ড থেকে লড়ছেন ড. মোহাম্মদ আশরাফ উদ্দিন (ভোটার নম্বর ৩৯৫), ড. আজিমুল হক (ভোটার নম্বর ৩২৬), ড. মো. রাকিবুর রহমান (ভোটার নম্বর ১৯৯), ড. শামীম আহমেদ (ভোটার নম্বর ২৮৫), ও ড. মো. সুলতান মাসুম (ভোটার নম্বর ৭৫৩)।

ইন্ডাস্ট্রি ব্যাকগ্রাউন্ড থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বী এ. কে. এম. সাঈদ সারোয়ার (ভোটার নম্বর ৪৭), মুহাম্মদ আবদুল জলিল (ভোটার নম্বর ৩৪২), মো. আবদুর রহমান (ভোটার নম্বর ২৭৫), দেবাংশু বিকাশ ভৌমিক (ভোটার নম্বর ১৮৬), মো. নাজিম উদ্দিন (ভোটার নম্বর ৩৯২), ও ড. এইচ. এম. নাজমুল হক (ভোটার নম্বর ২৮১)।

নির্বাচন পরিচালনায় রয়েছেন তিন সদস্যের নির্বাচন কমিশন—চেয়ারম্যান সায়েম উল হক, সদস্য ড. মোহাম্মদ রফিকুল ইসলাম এবং মো. শরিফুল হক। তাঁরা জানিয়েছেন, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব প্রস্তুতি সম্পন্ন।

এই নির্বাচন শুধু নেতৃত্ব বাছাই নয়, বরং দেশের পোল্ট্রি ও প্রাণিসম্পদ শিল্পের ভবিষ্যৎ উন্নয়ন, গবেষণা ও প্রযুক্তিনির্ভর নেতৃত্বের দিকেও এগিয়ে যাওয়ার এক গুরুত্বপূর্ণ ধাপ।

This post has already been read 60 times!

Check Also

আমান ফিড -এর ব্র্যান্ডিংয়ে নতুন মাত্রা যোগ করতে নিয়োগ পেলেন মো. আমির হোসেন!

নিজস্ব প্রতিবেদক : পোলট্রি, ফিশ ও ক্যাটল ফিড প্রস্তুতকারী দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ‘আমান ফিড’ …