Wednesday , July 16 2025

ব্রুডিং ও কক্সিডিওসিসে ফাইটোজেনিক সমাধান নিয়ে রাজধানীতে একমির সেমিনার

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ভেটেরিনারি ডিভিশনের উদ্যোগে “ফাইটোজেনিক পদ্ধতিতে ব্রুডিং ও কক্সিডিওসিস ব্যবস্থাপনা” শীর্ষক একটি সায়েন্টিফিক সেমিনার গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হয়।

সেমিনারে দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে আগত পোল্ট্রি চিকিৎসক, খামার ব্যবস্থাপক, কনসালট্যান্ট, শীর্ষ পোল্ট্রি উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও খাতসংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করেন।

সেমিনারে মূল বক্তা ছিলেন ইউরোপিয়ান কোম্পানি MPA, বার্সেলোনা, স্পেন-এর মধ্যপ্রাচ্য ও এশিয়া অঞ্চলের রপ্তানি ও বাণিজ্য বিভাগের প্রধান ড. সার্জিও বেনিতেজ-তোসিনো। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এ বিশেষজ্ঞ পোল্ট্রির ব্রুডিং পারফরম্যান্স উন্নয়ন এবং কক্সিডিওসিস ব্যবস্থাপনায় এন্টিবায়োটিক ও এন্টিকক্সিডিয়ালের বিকল্প হিসেবে ফাইটোজেনিক পদ্ধতির ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ ও প্রাঞ্জল উপস্থাপনা দেন।

তিনি বলেন MPA -এর উদ্ভাবিত ফাইটোজেনিক প্রোডাক্ট ইকসি ভেট (ECSE Vet) ব্যবহারে পোল্ট্রিতে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং রোগবালাই কমে, ফলে অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রয়োজন কমে আসে। এর মাধ্যমে নিরাপদ ও টেকসই মাংস উৎপাদন নিশ্চিত করা সম্ভব। তিনি বলেন, “বর্তমানে গ্রোথ প্রোমোটার হিসেবে ফাইটোজেনিক পণ্য ব্যবহারের গুরুত্ব দিন দিন বাড়ছে এবং এটি নিরাপদ খামার ব্যবস্থাপনার জন্য অপরিহার্য।”

সেমিনারের শুরুতে একমির মার্কেটিং বিভাগের ম্যানেজার মুকুট দাশ শর্ম্মা স্বাগত বক্তব্যে উপস্থিত অতিথিদের আন্তরিক শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে একমি ভেটেরিনারি ডিভিশনের ন্যাশনাল সেলস ম্যানেজার মো. আফতাব আলী পোল্ট্রি শিল্পে ফাইটোজেনিক পণ্যের ব্যবহার নিয়ে আলোচনা করেন এবং এর সম্ভাবনা ও কার্যকারিতা তুলে ধরেন।

সেমিনাারে হেড অব মার্কেটিং মোহাম্মদ জিয়াউদ্দিন বলেন, “ড. সার্জিওর মতো একজন আন্তর্জাতিক বিশেষজ্ঞকে আমাদের মাঝে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। তাঁর এই প্রেজেন্টেশন অংশগ্রহণকারীদের জন্য ফাইটোজেনিক ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব ও প্রাসঙ্গিক ধারণা দিয়েছে।”

সমাপনী বক্তব্যে একমির সেলস ও ডিস্ট্রিবিউশন ডিভিশনের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফেরদৌস খান বলেন, “দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড কেবল ঔষধ প্রস্তুতকারক নয়—আমরা গুণগত মান, উদ্ভাবন এবং নৈতিকতার প্রশ্নে বরাবরই প্রতিশ্রুতিবদ্ধ। পোল্ট্রি, লাইভস্টক ও একোয়াকালচার খাতে আমরা বৈজ্ঞানিক জ্ঞানের ভিত্তিতে বৈচিত্র্যময় ও কার্যকর সমাধান দিয়ে প্রাণিস্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।”

তিনি দেশের পোল্ট্রি শিল্পের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে তাঁদের সাফল্য কামনা করেন এবং সেমিনারের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন একমির সেলস ডিরেক্টর মো. আবু জাফর মহিউদ্দিন, গোবিন্দ গোস্বামীসহ প্রতিষ্ঠানটির একাধিক উর্ধ্বতন কর্মকর্তা।

আয়োজনটি দেশের পোল্ট্রি শিল্পে অ্যান্টিবায়োটিকের বিকল্প ব্যবস্থাপনায় ফাইটোজেনিক পদ্ধতির প্রয়োগ ও সম্ভাবনা সম্পর্কে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সেমিনারে অংশগ্রহণকারীগণ জানিয়েছেন।

This post has already been read 36 times!

Check Also

বাফিটার নতুন সভাপতি সুধীর চৌধুরী, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন খান

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রাণিজ (পোলট্রি, ডেইরি ও মৎস্য) খাদ্য খাতের অন্যতম বৃহৎ বাণিজ্যিক এই …