Tuesday , July 15 2025

এনসিএল এগ্রো’র ৫ টি নতুন বালাইনাশক এর আনুষ্ঠানিক উদ্বোধন

এগ্রিনিউজ২৪: এনসিএল এগ্রো (NCL Agro) আয়োজিত “Products Launching এবং আঞ্চলিক পরিবেশক মত বিনিময় সভা-২০২৪”, ব্র্যাক লানিং সেন্টার, দিনাজপুরে বৃহস্পতিবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হেড অফ এগ্রো, এনসিএল, কৃষিবিদ জাহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে ছিলেন এসিস্ট্যান্ট ম্যানেজার (ডেভেলপমেন্ট) কৃষিবিদ জয়জিৎ বড়ুয়া, রংপুর ও দিনাজপুর অঞ্চলের পরিবেশকবৃন্দ এবং কোম্পানির আঞ্চলিক সেলস ম্যানেজার ও অফিসারবৃন্দ।

অনুষ্ঠানে এনসিএল এগ্রো এর ৫ টি নতুন বালাইনাশক (পেস্টিসাইড) প্রডাক্ট উদ্বোধন করা হয় কৃষি ও কৃষকদের জন্য, যা ডিলারদের মধ্যে পরিচয় করিয়ে দেওয়া হয়।

কোম্পানির ডিলারদের সাথে মত বিনিময় এর মাধ্যমে এনসিএল এগ্রো সব সময় ” ফসল সুরক্ষায় কৃষকের পাশে এনসিএল” এই স্লোগান কে সামনে রেখে সব সময় কৃষি ও কৃষকদের জন্য অবিরাম কাজ করে যাচ্ছে অত্যন্ত নিষ্ঠার সাথে এবং ভবিষ্যতে ও এই কাজ করে যাবে আশাবাদ ব্যক্ত করা হয় কোম্পানির পক্ষ থেকে।

This post has already been read 2775 times!

Check Also

রোগ প্রতিরোধে দেশিয় মৌসুমী ফল

কৃষিবিদ রঞ্জন কুমার সরকার : প্রাকৃতিক সৌন্দর্য্যের অবাধ লীলাভূমি এবং ষড়ঋতুর আবর্তে আবর্তিত বাংলাদেশ। আমাদের …