মঙ্গলবার , ডিসেম্বর ৩ ২০২৪

বরিশালে কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ

নাহিদ বিন রফিক (বরিশাল):  বরিশাল মেট্টোপলিটনে কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) নগরীর খামারবাড়ির চত্বরে মেট্টোপলিটন কৃষি অফিসের উদ্যোগে এই প্রণোদনা উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) জেলা প্রশিক্ষণ অফিসার মোসাম্মৎ মরিয়ম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন, ডিএইর অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. রেজাউল হাসান, অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. মুসা ইবনে সাঈদ, মেট্টোপলিটন কৃষি অফিসার (অতিরিক্ত দায়িত্ব) উত্তম ভৌমিক, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক প্রমুখ।

উদ্বোধনকালে জেলা প্রশিক্ষণ অফিসার মোসাম্মৎ মরিয়ম বলেন, ধানের সর্বোচ্চ উৎপাদন পেতে উন্নতমানের ইনব্রিডের পাশাপাশি হাইব্রিড জাতের বীজ ব্যবহারের কোনো বিকল্প নেই। তাই উচ্চফলনশীল এসব ধান চাষে কৃষকের আগ্রহ বাড়াতে এই ধরনের প্রণোদনার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে প্রদর্শনীভুক্ত চাষিরা যথেষ্ট লাভবান হবেন। একই সাথে তাদের আশপাশের কৃষকরাও  চাষে হবেন অনুপ্রাণিত।

কৃষি অফিসার উত্তম ভৌমিক জানান, আসন্ন বোরোধান আবাদে উৎসাহিত করার জন্য বরিশাল মেট্টোপলিটন এলাকায় ১ শত জন কৃষকের প্রত্যেককে বিনামূল্যে ২ কেজি  হাইব্রিড বীজ বিতরণ করা হয়েছে। এই বীজ একজন চাষির ২ বিঘা জমিতে ব্যবহার হবে।

This post has already been read 2326 times!

Check Also

পটুয়াখালীর দুমকীতে মাটি পরীক্ষা বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): পটুয়াখালীর দুমকীতে মাটি পরীক্ষা বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ …