শনিবার , জুলাই ২৭ ২০২৪

বরিশালে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণ সভা অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ ফেব্রুয়ারি) নগরীর সার্কিট হাউজ সম্মেলনকক্ষে কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মাসুদ করিম। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. শওকত ওসমান এবং স্মল হোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্টের প্রকল্প পরিচালক (বিপণন অংগ) ড. মোহাম্মদ রাজু আহমেদ (উপসচিব)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই।

কৃষি বিপণন অধিদপ্তরের সহকারি পরিচালক কিশোর কুমার সাহার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীজ প্রত্যয়ন এজেন্সির সহকারী আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার মো. জাকির হোসেন তালুকদার, কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক একেএম মাহবুব আলম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক অপূর্ব অধিকারী, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী আমিনুল ইসলাম, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক, কৃষি উদ্যোক্তা রুবাইয়েত ইসলাম, আমবাগান মালিক হীরণ হাজারী প্রমুখ।

অনুষ্ঠানে কৃষি সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, কৃষক, কৃষি উদ্যোক্তা এবং ব্যবসায়ী মিলে ৫০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, কৃষক এবং ভোক্তার কল্যাণে মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম কমানো দরকার। এ কাজে উৎপাদনকারী এবং বিক্রেতার গুরুত্ব সবচেয়ে বেশি। আর তা বাস্তবায়নে কৃষকের মধ্যে থেকে এমন উদ্যোক্তা তৈরি করা, যার মাধ্যমে কৃষিপণ্য বিক্রেতার নিকট সরাসরি সরবরাহ হবে। এতে কৃষক ন্যয্য মূল্য পাবেন। পাশাপাশি ভোক্তার ক্রয়ক্ষমতাও থাকবে সহনীয় পর্যায়।

This post has already been read 809 times!

Check Also

গোদাগাড়ীতে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

মো. এমদাদুল হক (রাজশাহী) : রাজশাহীর গোদাগাড়ীতে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন …