Thursday , August 28 2025

ভোলার দৌলতখানে কৃষকের মাঝে সার সুপারিশ কার্ড বিতরণ

নাহিদ বিন রফিক (বরিশাল): ভোলার দৌলতখানে কৃষকের মাঝে সার সুপারিশ কার্ড বিতরণ করা হয়েছে। ২৫ নভেম্বর উপজেলার কৃষকপ্রশিক্ষণ কক্ষে বরিশালের মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এসআরডিআই) উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন বরা হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এসআরডিআইর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুল হালিম।

উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসআরডিআইর বিভাগীয় গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ কে এম আমিনুল ইসলাম আকন এবং দৌলতখানের উপজেলা কৃষি অফিসার হোমায়েরা সিদ্দিকা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এসআরডিআই ভোলার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আশিক এলাহী।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, অধিক ফসল ফলানোর জন্য মাটির স্বাস্থ্য ভালো রাখা দরকার। আর এজন্য মাটিপরীক্ষা করা প্রয়োজন। এর মাধ্যমেই কেবল সুষম সার ব্যবহার নিশ্চিত করা যায়। পাশাপাশি কমানো যায় উৎপাদন খরচও।

অনুষ্ঠানশেষে প্রধান অতিথি কীর্তনখোলা নামের ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষাগার ল্যাবে ফসলের জন্য পরীক্ষিত সার সুপারিশ কার্ড ৫০ জন কৃষকের মাঝে বিতরণ করেন।

This post has already been read 3544 times!

Check Also

সিরাজগঞ্জে উন্নত আউশ ধানের সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস

পাবনা সংবাদদাতা: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চাঁদপুর গ্রামে বৃহস্পতিবার (২১ আগস্ট) বিনা উদ্ভাবিত আউশ ধানের উন্নত …