মঙ্গলবার , অক্টোবর ৮ ২০২৪

ভ্যাব এর নতুন কমিটি গঠন

ভ্যাব এর নবগঠিত কমিটিতে সভাপতি প্রফেসর ড. মাহাবুব আলম, মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদ ও সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন পারভেজ হিসেবে নির্বাচিত করা হয়েছে।

ভেটেরিনারি ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ- ভ্যাব এর বার্ষিক সাধারণ সভার (এজিএম) মুলতবি সভা গত ১৩ অক্টোবর রাজধানীর একটি হোটেলে, ভ্যাব এর বর্তমান আহবায়ক প্রফেসর ড. মোঃ  সিদ্দিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মুলতবি সভার সঞ্চালনা করেন ভ্যাব এর সদস্য সচিব ডা. কবির উদ্দিন আহমেদ।

সভায় সাধারণ সদস্যগণ ভ্যাব এর বর্তমান সাংগঠনিক কার্যক্রম, নতুন কার্যকরী কমিটি নিয়ে প্রস্তাবনা ও আগামী দিনে ভেটেরিনারি পেশার মান উন্নয়নে ভ্যাব এর করণীয় নিয়ে আলোচনা করেন।

সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মো. মাহবুব আলম কে সভাপতি এবং  ভ্যাবর বর্তমান  সদস্য সচিব ডা. কবির উদ্দিন আহমেদ কে মহাসচিব ও ডা. শাহাদাত হোসেন পারভেজ কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেন। পরবর্তীতে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ  কমিটি গঠন করা হবে।

-প্রেস বিজ্ঞপ্তি

This post has already been read 2040 times!

Check Also

নবনিযুক্ত মৎস্য ও প্রাণিসম্পদ সচিবকে বিপিআইসিসি’র নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান …