Thursday 9th of May 2024
Home / আঞ্চলিক কৃষি / ফরিদপুরে বিনা উদ্ভাবিত জনপ্রিয় জাতসমূহ নিয়ে আঞ্চলিক কর্মশালা

ফরিদপুরে বিনা উদ্ভাবিত জনপ্রিয় জাতসমূহ নিয়ে আঞ্চলিক কর্মশালা

Published at অক্টোবর ৫, ২০২৩

আসাদুল্লাহ (ফরিদপুর) :  যশোর ও ফরিদপুর অঞ্চলে বিনা উদ্ভাবিত জনপ্রিয় জাতসমূহ সম্প্রসারণ এবং শস্যবিন্যাসে তেল ফসলের অন্তর্ভুক্তকরণ শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ অক্টোবর) ফরিদপুর সদর উপজেলা পরিষদ হল রুমে যশোর এবং ফরিদপুর অঞ্চল (বিনা‘র) উদ্যোগে উক্ত কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি। কৃষি সচিব ওয়াহিদা আক্তার এর সভাপতিত্বে কর্মশালায় বিএআরসির নির্বাহী চেয়ারম্যান শেখ মো বখতিয়ার, বিএডিসির চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মির্জা মোফাজ্জল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক,  সাধারণ সম্পাদক অমিতাভ বোস, জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, পিএএ, পুলিশ সুপার মো. শাহজাহান পিপিএম প্রমুখ বক্তব্য রাখেন ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ড. মির্জা মোফাজ্জাল ইসলাম, মহাপরিচালক, বিনা ময়মনসিংহ। কৌশলপত্র উপস্থাপনা করেন- বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিউট বিনার পক্ষে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাসুদুল হক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের পক্ষে অতিরিক্ত পরিচালক,  মো. হারুন-অর-রশীদ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের পক্ষে অতিরিক্ত পরিচালক, মো. আবু হোসেন। বাংলাদেশ কৃষি গবেষণা ফরিদপুরের পক্ষে  প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, ড.সেলিম আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন- বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। এ বছর ১২ লাখ চাষিকে সরিষা প্রণোদনা দেওয়া হবে। আমরা যারা কৃষিতে চাকুরি করি, আমরা কৃষকদের সাথে মিশে তাদের ভালোবেসে কাজ করবো। সাথে আমাদের উন্নত জাত, আধুনিক প্রযুক্তি ব্যবহার করবো। আমরা যদি পেয়াজ সংরক্ষণাগার তৈরি করতে পারি  এবং সামার পেয়াজ করতে পারি তাহলে আমাদের বাহিরের দেশ থেকে আর আমদানি করতে হবে না। বাংলাদেশ খাদ্য ঘাটতির দেশ না। যা সমস্যা হয় প্রাকৃতিক দূর্যোগ এর কারণে হয়ে থাকে। মানুষ এক সময় কৃষিকে তুচ্ছ পেশা মনে করতো এখন শিক্ষিত লোক এই পেশাকে বেছে নিচ্ছে আর এভাবেই বাংলাদেশের কৃষি এগিয়ে যাবে।

This post has already been read 636 times!