Friday 8th of December 2023
Home / আঞ্চলিক কৃষি / বরিশালে জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত

বরিশালে জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত

Published at সেপ্টেম্বর ২৬, ২০২৩

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) নগরীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএইর উপপরিচালক মো. মুরাদুল হাসান।

ডিএইর অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. মুছা ইবনে সাঈদের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের (আরএআরএস) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রফিকুল ইসলাম, জেলা প্রশিক্ষণ অফিসার মোসাম্মৎ মরিয়ম, অতিরিক্ত উপপরিচালক (পিপি) মো. রেজাউল হাসান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. প্রিয় লাল বিশ্বাস, সদরের উপজেলা কৃষি অফিসার মার্জিন আরা মুক্তা, বানারীপাড়ার উপজেলা কৃষি অফিসার মো. মাহফুজুর রহমান, উজিরপুরের উপজেলা কৃষি অফিসার কফিল বিশ্বাস, বিএডিসির সহকারি প্রকৌশলী এসএম আতাই রাব্বি, বাকেরগঞ্জ বীজ ভান্ডারের স্বত্তাধিকারী মো. জাকির হোসেন, কৃষক মো. শহিদুল ইসলাম প্রমুখ।

সভায় চলতি মৌসুমে ধানসহ অন্যান্য ফসলের উৎপাদন বাড়ানোর করণীয় এবং আসন্ন রবি মৌসুমে চাষযোগ্য ডাল, তেল এবং মসলা ফসলের কর্মপরিকল্পনার ওপর বিস্তারিত আলোচনা হয়।  এতে কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, বীজ ডিলার এবং কৃষক মিলে ৪০ জন অংশগ্রহণ করেন। পরে একই স্থানে জেলার মাসিক সভা অনুষ্ঠিত হয়।

This post has already been read 569 times!