Saturday , July 12 2025

বারি’তে ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর পোস্টহারভেস্ট টেকনোলজি বিভাগ ও সবজি বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র এর উদ্যোগে “আপ-স্কেলিং এন্ড পাইলটিং ফর কমার্শিয়ালাইজেশন অফ ফ্রাইড ফ্রেশ-কাট চিপস্ ফরম সিলেক্টেড ক্রপস ইউজিং ভ্যাকুম ফ্রাইং টেকনোলজি” এবং ”কমিউনিটি বেসড সাসটেইনেবল ভেজিটেবলস্ প্রোডাকশন: এলিভেটিং কোয়ালিটি সিড প্রোডাকশন, প্রোসেসিং, মার্কেটিং এন্ড এক্সপ্যানশন অফ বিএআরআই রিলিজড ভ্যারাইটিজ ইন বাংলাদেশ” শীর্ষক কর্মশালা বুধবার (২০ সেপ্টেম্বর) বারি’র সেমিনার রুমে অনুষ্ঠিত হয়েছে। ডাচ বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল), ঢাকা এর অর্থায়নে আয়োজিত এ কর্মশালায় বারি’র বিভিন্ন বিভাগ ও কেন্দ্রের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। কর্মশালায় গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন ডিবিবিএল-সিএসআর প্রোগ্রাম এক্সপার্ট কমিটি, ঢাকা এর চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মঞ্জুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবিবিএল-সিএসআর গ্রাটা সচিবালয়, ঢাকা এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর ড. ইঞ্জি. মো. আব্দুর রাজ্জাক আকন্দ, এবং এসএমই-বিবিডি, ডিবিবিএল, ঢাকা এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড জনাব ফরহাদ আহমেদ খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পোস্টহারভেস্ট টেকনোলজি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব মো. হাফিজুল হক খান। প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন বারি’র সবজি বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ড. এ কে এম  কামরুজ্জামান এবং পোস্টহারভেস্ট টেকনোলজি বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম ফেরদৌস চৌধুরী।

This post has already been read 3556 times!

Check Also

বারিতে জাতীয় শুদ্ধাচার কৌশল শীর্ষক কর্মশালা

গাজীপুর সংবাদদাতা: প্রশিক্ষণ ও যোগাযোগ উইং, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর উদ্যোগে সোমবার (৩০ …