শনিবার , জুলাই ২৭ ২০২৪

সিকৃবির কৃষি অর্থনীতি অনুষদের নতুন ডিন ড. মাসুদ আলম

জসিম উদ্দীন (সিকৃবি সংবাদদাতা) : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষি পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মাসুদ আলম । তিনি উক্ত অনুষদের ৮ম ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ।

সোমবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাস শোয়েব স্বাক্ষরিত এক অফিস আদেশে দুই বছরের জন্য তাকে কৃষি অর্থনীতি অনুষদের ডিন হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। নতুন নিযুক্ত ডিন বিধি মোতাবেক তিনি ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন ।

এর আগে একই অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শাহ আলমগীর । গত ১০ সেপ্টেম্বর তার দায়িত্বের মেয়াদ শেষ হয়।

অধ্যাপক ড. মাসুদ আলম যথাক্রমে ২০০৬ এবং ২০০৮ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে ২০২০ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং ২০০৯ সালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি পরিসংখ্যান বিভাগে প্রভাষক হিসাবে তার পেশাগত জীবন শুরু করেন। একাধারে শিক্ষক ও গবেষক ড. মাসুদ আলমের ২০টিরও বেশি প্রবন্ধ ও ৩টি প্রতিবেদন বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। অধ্যাপনার পাশাপাশি তিনি কৃষি পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান; প্রভোস্ট, শাহ এ এম এম কিবরিয়া হল এবং সিকৃবি শিক্ষক সমিতির সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।

নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মাসুদ আলম বলেন, “আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রদান করায় । আমি অনুষদের বিভিন্ন শিক্ষা অবকাঠামোকে নতুন আঙ্গিকে সাজিয়ে শিক্ষা ও গবেষণায় শিক্ষার্থীদের আরও উদ্বুদ্ধ করতে চাই। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে অনুষদের বিদ্যমান সমস্যাগুলো সমাধান করা ও শিক্ষার্থী বান্ধব পরিবেশ বজায় রাখা। এজন্য আমি শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের সহযোগিতা কামনা করছি।

এ সময় ডিনের দায়িত্ব হস্তান্তর উপলক্ষে কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মেলন কক্ষে সহকারী অধ্যাপক খাদিজা আক্তারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কৃষি অর্থনীতি ও পলিসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রোমেজা খানম , কৃষি পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ জাহান মজুমদার, গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মিঠু চৌধুরীসহ অনুষদীয় শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।

এছাড়াও তিনি ইউনিভার্সাল কলেজে প্রভাষক এবং FAO-এর একটি প্রকল্পে গবেষণা সহকারী হিসাবে কাজ করেছিলেন।

This post has already been read 1099 times!

Check Also

প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে সিকৃবি শিক্ষক ও কর্মকর্তাদের কর্মবিরতি

সিকৃবি সংবাদদাতা: অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের …