Saturday 27th of April 2024
Home / মৎস্য / খুলনার চিংড়ি চাষি ক্লাস্টার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ সচিব

খুলনার চিংড়ি চাষি ক্লাস্টার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ সচিব

Published at আগস্ট ১৭, ২০২৩

ফকির শহিদুল ইসলা (খুলনা) : খুলনার ডুমুরিয়ায় বৈঠাহারা চিংড়ি চাষি ক্লাস্টারের সুফলভোগীদের সচিবের সাথে মতবিনিময়, হয়েছে। বুধবার (১৬ আগসাট) দুপুরে ডুমুরিয়ার বৈঠাহারা চিংড়ি চাষি ক্লাস্টার সংলগ্ন মন্দির প্রাঙ্গণ, মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় সভপতিত্ব করেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খঃ মাহবুবুল হক ,প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন ড. নাহিদ রশীদ সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন নৃপেন্দ্র চন্দ্র দেবনাথ অতিরিক্ত সচিব (প্রশাসন), মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বক্তব্য রাখেন মো. জাহাঙ্গীর আলম উপপরিচালক খুলনা, খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট উপ-প্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রী, ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশরাফুল কবির,মাগুর খালী ইউ পি চেয়ারম্যান বিমল বসাক, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়ার বৈঠাহারা চিংড়ি চাষি ক্লাস্টারের সভাপতি অনুপ রায়, সাধারণ সম্পাদক তপন কুমার মন্ডল,টিপনা নতুন রাস্তা চিংড়ি চাষী ক্লাস্টারের সাধারণ সম্পাদক মো. ফরাদ হোসেন, সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের টেকনিক্যাল অফিসার প্রনোব কুমার দাস, আশিকুর রহমান, নুর ইসলাম মহিলা চিংড়ি চাষী চম্পাসহ আরো অনেকে।

অনুষ্ঠান সার্বিক সন্চালন করেন ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. আবুবকর সিদ্দিক। আলোচনা সভার পূর্বে ক্লাস্টারের চিংড়ি পরিদর্শন করেন। উক্ত সভা পরিচালনায় সহযোগিতায় করেন খুলনার ডুমুরিয়ার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (১ম সংশোধিত), মৎস্য অধিদপ্তর।

This post has already been read 4812 times!