Sunday 24th of September 2023
Home / আঞ্চলিক কৃষি / বরেন্দ্রের লাল মাটি টমেটো চাষের জন্য উপযোগী

বরেন্দ্রের লাল মাটি টমেটো চাষের জন্য উপযোগী

Published at ফেব্রুয়ারি ২৭, ২০২৩

মো: আমিনুল ইসলাম (রাজশাহী) : রাজশাহীতে নিরাপদ উচ্চমূল্যের ফসল উৎপাদন প্রযুক্তি (টমেটো) বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ ফেব্রুয়ারি)  ঈশ্বরীপুর  ব্লকে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় গোদাগাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উক্ত মাঠ দিবসের আয়োজন করে।

গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মরিয়ম আহমেদ এর সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহীর উপপরিচালক কৃষিবিদ মো. মোজদার হোসেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহীর জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মোছা. উম্মে ছালমা। এছাড়া আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ নিভাস সরকার, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার ডি.কৃষিবিদ মো. শফিকুল আলম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ডি.কৃষিবিদ প্রফুল্ল কুমার সরকার ও উপসহকারী কৃষি অফিসার ডি.কৃষিবিদ মিষ্টি মন্ডল দাস।

প্রধান অতিথি বলেন, বরেন্দ্রের লাল মাটি টমেটো চাষের জন্য উপযোগী। এছাড়াও চর অঞ্চলে বানিজ্যিকভাবে টমেটো চাষ বৃদ্ধি পাচ্ছে। তিনি আরো বলেন, কৃষক/ তরুন বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে কৃষি বিভাগ। টমেটো ফসলের সম্প্রসারণ বরেন্দ্র এলাকা গোদাগাড়ীর কৃষিকে সমৃদ্ধ করতে অনেক বড় অবদান রেখে চলেছে। গোদাগাড়ীর টমেটো সমগ্র মার্কেটে বিক্রি হচ্ছে। বৈচিত্র্য বেড়েছে বরেন্দ্রের কৃষিতে, লাভের সন্ধান পেয়েছেন কৃষি উদ্যোক্তারা, আত্মকর্মসংস্থান সৃষ্টিসহ ভোক্তা পর্যায়ে চাহিদা মিটিয়ে টমেটো এখন পরিবর্তনশীল কৃষির নেতৃত্ব দিচ্ছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মরিয়ম আহমেদ।

উক্ত অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণী এবং গণ্যমান্য ব্যক্তি-বর্গ এবং কৃষি তথ্য সার্ভিসের প্রতিনিধিসহ প্রায় ২০০ জন উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠন সঞ্চালনায় ছিলেন উপসহকারী কৃষি অফিসার ডি.কৃষিবিদ অতনু সরকার।

This post has already been read 711 times!