Wednesday , March 26 2025

চিড়িয়াখানের বন্ধের দাবিতে বিভিন্ন কর্মসূচী শুক্রবার

নিজস্ব প্রতিবেদক: চিড়িয়াখানা বন্ধের দাবিতে ঢাকায় বিভিন্ন কর্মসূচীর আয়োজন করেছে সেভ দ্যা ন্যাচার নামের সংগঠনটি। আগামীকাল শুক্রবার (৩ ফেব্রয়ারি ২০২৩) দিনব্যাপী ঢাকার শাহাবাগ চত্বরে এই কর্মসূচী পালন করবে সংগঠনটি। ‘এন্টি জ্যু মুভমেন্ট অব বাংলাদেশ’ এর ব্যানারে সারাদেশের অর্ধশতাধিক সংগঠনের কয়েক সহস্রসাধিক মানুষ এই কর্মসূচীতে অংশ নিবে বলে জানা গেছে।

আয়োজকরা জানায়, শুক্রবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চিড়িয়াখানা বন্ধের দাবীতে সম্মিলিত আন্দোলন বন্যপ্রাণীর টর্চার সেল চিড়িয়াখানা বন্ধের দাবীতে প্রধানমন্ত্রী বরাবরে গণচিঠি লিখন কর্মসূচীর সাথে বেশ কিছু কর্মসূচী দিনব্যাপী পালন করা হবে। খাঁচা বন্দী এবং শিকল পড়ে সমাবেশ ও মানবন্ধনে, ব্যানার, ফেষ্টুন, প্লেকার্ড, লিফলেট প্রদর্শন করা হবে।

চিড়িয়াখানা বন্ধ করার এই আন্দোলনের সদস্য সচিব আবুল বাশার মিরাজ বলেন, ‘চিড়িয়াখানায় গেলে প্রায়ই দেখা যায় কোনো না কোনো প্রাণী অসুস্থ। দেশের কোন চিড়িয়াখানায় কোন সঠিক ব্যবস্থাপনা নেই। আসলে চিড়িয়াখানায় তাদের রেখে কষ্ট দেওয়ার কোনই মানে হয় না। সারাদেশের সকল অবৈধ চিড়িয়াখনা বন্ধ করার দাবি জানাচ্ছি।’

আন্দোলনের আহবায়ক আ.ন.ম. মোয়াজ্জেম হোসেন বলেন, ‘সারাদেশের অর্ধ শতাধিক অবৈধ চিড়িয়াখানার নিষ্ঠুর পরিবেশে বন্দী হাজারো বন্যপ্রাণী তিল তিল করে মৃত্যুর প্রহর গুনছে। এই নির্দোষ অসহায় বন্যপ্রাণীদের বন্দীত্ব জীবনের অবসান ও নিরাপদ অভয়ারণ্য নিশ্চিত করার দাবীতে সারাদেশ থেকে জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে ১ লক্ষ পোষ্ট কার্ড প্রেরণ ও একই দাবীতে চলমান আন্দোলনের অংশ হিসেবে পোষ্ট কার্ড পূরন/ গণচিটি লিখন কর্মসূচীর পালিত হবে, সেখানে সকলের অংশ নেওয়ার আহবান জানাচ্ছি।’

This post has already been read 3564 times!

Check Also

ট্যুরিজমকে তামাকমুক্ত সেক্টর করতে হবে  -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ট্যুরিজমকে তামাকমুক্ত সেক্টর করতে …