Thursday 7th of December 2023
Home / আঞ্চলিক কৃষি / ঝালকাঠিতে বিনা উদ্ভাবিত ফসলের জাত পরিচিতি বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঝালকাঠিতে বিনা উদ্ভাবিত ফসলের জাত পরিচিতি বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Published at নভেম্বর ৯, ২০২২

নাহিদ বিন রফিক (বরিশাল): ঝালকাঠিতে বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল ফসলের জাত পরিচিতি, চাষাবাদ পদ্ধতি, বীজ উৎপাদন এবং বীজ সংরক্ষণ পদ্ধতি বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ নভেম্বর) শহরের খামারবাড়িতে বিনার উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি (ভার্চুয়ালি) ছিলেন বিনার পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল মালেক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. ফজলুল হক, ডিএইর উপপরিচালক মো. মনিরুল ইসলাম।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক প্রতিষ্ঠানের ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ছয়েমা খাতুন।

বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সোহেল রানার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিএইর অতিরিক্ত উপপরিচালক (শস্য) ইসরাত জাহান মিলি, বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুন নাহার পপি প্রমুখ।

কৃষকদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, শিল্পায়নের কারণে দেশের উত্তর ও মধ্য অঞ্চলের জমি কমে যাচ্ছে। তাই দক্ষিণাঞ্চল হবে আগামী দিনের কৃষিসম্ভার। এখনে যথেষ্ট সুযোগ আছে। এসব এলাকায়  তিন মৌসুমে বিনা উদ্ভাবিত বিভিন্ন ফসলের জাত ব্যবহার করে শস্যের উৎপাদন আরো বাড়ানো সম্ভব। প্রশিক্ষণে ঝালকাঠি  সদর  এবং রাজাপুরের ৬০ জন কৃষক  অংশগ্রহণ করেন।

This post has already been read 829 times!